সুজিত কুমার দত্ত, ফ‌রিদপুর :ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় বাংলা‌দেশ প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির ৮৭তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী পালিত হ‌য়ে‌ছে। প্রতিষ্ঠা বা‌র্ষিকী উদযাপন উপল‌ক্ষে উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির আ‌য়োজনে আজ বুধবার সন্ধায় স্থানীয় খান সা‌হেব রেস্টুরেন্টে কেক কাটা হয়। এর আ‌গে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

 

উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির ভারপ্রাপ্ত সভাপ‌তি এ‌বিএম সামচুল আলম এর সভাপ‌তি‌ত্বে এসময় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির সাধারণ সম্পাদক র‌বিউল আলম, সি‌নিয়র যুগ্ম-সম্পাদক এ‌কেএম শ‌রিফুল ইসলাম, সাংগঠ‌নিক সম্পাদক মাইনুল ইসলাম, প্রচার সম্পাদক ফজলুল আল আজাদ, সহকারী শিক্ষক আছাদুজ্জামান নুর, রা‌কিবুল ইসলাম, আ‌নিসুর রহমান, রা‌সেল মিয়া প্রমূখ।

 

 

আ‌লোচনা সভায় প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের শিক্ষক‌দের বি‌ভিন্ন সমস‌্যা ও সমাধা‌ন এবং সু‌যোগ সু‌বিধা নি‌য়ে আ‌লোচনা করা হয় পাশাপ‌া‌শি শিক্ষার মান উন্নয়‌নে প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের শিক্ষক‌দের ভু‌মিকা নি‌য়ে আ‌লোচনা করা হয়। এবা‌রের প্রতিপাদ‌্য বিষয় হ‌চ্ছে ঐ‌তিহ‌্য সংগ্রাম সাফ‌ল্যের ৮৭ বছর।