লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে ‘বঙ্গবন্ধু পরিষদ’ লালমনিরহাট জেলা শাখার সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা অবঃ অধ্যাপক আব্দুল মজিদ মন্ডল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জননেতা সাখাওয়াত হোসেন শফিক। উদ্বোধক ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ শেখ আব্দুল্লাহ আল মামুন। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান। বিশেষ আলোচক ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ রফিকুল হাসনাইন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ সফুরা বেগম রুমী, সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোতাহার হোসেন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মতিয়ার রহমান। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক গৌর গোপাল সাহা, বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডঃ মমতাজুল হক প্রমুখ। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, সিরাজুল হক, রিয়াজুল ইসলাম রিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন খানসহ বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।