মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম:-
কুড়িগ্রামে করোনা সচেতনতায় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১২টায় কুড়িগ্রাম শহরের জিরো পয়েন্টে বাংলাদেশ যুব শক্তি নামক সংগঠনের কুড়িগ্রাম জেলা নেতৃবৃন্দ এই কর্মসূচি পালন করে। মাস্ক বিতরনের পাশাপাশি সাধারণ পথচারীদের মাস্ক পড়তে উৎসাহিত করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কুড়িগ্রাম জেলা কমিটির আহবায়ক মোঃ নুরুন্নবী মিয়া, আহবায়ক সদস্য হাসান জেহাদি, মোঃ এন্তাজুল হক প্রমুখ।
এ বিষয়ে নুরুন্নবী মিয়া জানান তারা কুড়িগ্রামে ২৫০০ পিছ মাস্ক বিতরণ করেছেন। একই সময়ে তারা মানুষকে মাস্ক পরিধানে উৎসাহিত করেন।
বাংলাদেশ যুব শক্তির কেন্দ্রীয় উপদেষ্টা হানিফ বাংলাদেশী মুঠোফোনে দৈনিক কলম কথা’কে জানান, গত একবছরেরও বেশি সময় ধরে আমরা করোনার ভয়াল থাবার নিচে আছি। এরপরও আমাদের সাধারণ মানুষ মাস্ক পরিধানে অনেকটাই অনাগ্রহী। মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই আমরা নিজস্ব খরচে সারা বাংলাদেশে এক লক্ষ পিছ মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে আজ কুড়িগ্রামে বিতরণ হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।