দিনাজপুরে ভ্যানচালকের ছেলে মেডিকেলে চান্স পেয়েও ভর্তি অনিশ্চিত

 

মোঃ জসিম উদ্দিন; দিনাজপুর প্রতিনিধিঃ-

দিনাজপুরের অদম্য মেধাবী নিক্কন রায় শত বাঁধা পেরিয়ে লেখাপড়ায় সাফল্য অর্জন করেছেন।

এবার রাঙ্গামাটি মেডিকেল কলেজে ভর্তির চান্স পেয়েও অর্থের অভাবে মেডিকেল কলেজে ভর্তি তার অনিশ্চিত হয়ে পড়েছে। তার মুখের হাসি মলিন হয়ে গেছে। নিক্কন রায়ের বাবা খনিজ চন্দ্র রায় পেশায় একজন ভ্যান চালক।

তার মা একজন দিনমজুর।

 

নিক্কন রায়ের বাড়ি দিনাজপুরের সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের সুন্দরবন গ্রামে।

 

স্থানীয় সূত্রে জানা যায়,দুই ছেলে এবং স্ত্রীকে নিয়ে জীর্ণশীর্ণ ঘরে বসবাস করেন ভ্যানচালক খনিজ রায়। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। তার সামান্য আয়ে ৪ সদস্যের ওই পরিবারের তিনবেলা দু’মুঠো ভাত খাওয়াই দায়। এ অবস্থায় ছেলের মেডিকেল কলেজে ভর্তির টাকা কিভাবে যোগাড় করবেন তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন নিক্কন এর বাবা খনিজ রায়।

 

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন নিক্কন। চিকিৎসক হওয়ার স্বপ্ন বাস্তবায়নে প্রাইভেট পড়ানো আর মানুষের অনুদানের টাকায় দু-এক মাস কোচিং করেন। দিনাজপুর সরকারী মহিলা কলেজে মেডিকেল পরীক্ষার কেন্দ্র ছিল। স্বপ্ন বুকে নিয়েই মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ নেন। মঙ্গলবার রাতে ফলাফল জানার পর আনন্দে আত্মহারা হন নিক্কন। রাঙ্গামাটি মেডিকেল কলেজে চান্স পেয়েছে। কিন্তু সেই সুখানুভূতি হারিয়ে তার চোখে মুখে ফুটে ওঠে দুশ্চিন্তার ছাপ। কারণ ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান হলেও দারিদ্র্যের বাধা অতিক্রম করে মেডিকেলে ভর্তি হওয়াটা দুঃসাধ্য হয়ে পড়েছে তার। ফলে স্বপ্ন ফিকে হয়ে আসছে।নিক্কন রায়ের পিতা খনিজ চন্দ্র রায় ভ্যান চালিয়ে প্রতিদিন মাত্র ২০০-৩০০ টাকা অায় করেন।

এ আয়ে পরিবারের কোনো রকমে চলে।

নিক্কন এর বাবা খনিজ চন্দ্র রায় বলেন, ছেলে মেডিকেলে চান্স পেয়েছে এতে আমি খুশি। কিন্তু আর্থিক অনটনের সংসার আমার। অনেক কষ্টে ছেলেকে এত দূর এনেছি। মেডিকেলে ভর্তি করাসহ পড়াশোনার ব্যয় বহনের মতো অবস্থা আমার নেই। কীভাবে ছেলের ভর্তির টাকার জোগান হবে তা নিয়ে দুশ্চিন্তায় আমি।

নিক্কনের মাতা মমতা রানী রায় বলেন, আমাদের কোনো জমিজমা নেই। শুধু ভিটেমাটি আছে। স্বামী ভ্যান চালিয়ে যা আয় করেন, তা দিয়ে কোনো রকমে সংসার চলে। এখন নিক্কনের মেডিকেলে ভর্তি ও ডাক্তারি পড়ার টাকা কোথা থেকে আসবে তা ভেবে পাচ্ছি না আমরা। সমাজের বিত্তবানদের সহায়তা ছাড়া অদম্য মেধাবী নিক্কন ডাক্তারি ভর্তি অসম্ভব বলে জানান তার মা-বাবা।

চান্সপ্রাপ্ত নিক্কন রায় বলেন, ইশ্বর আমাকে মেধা দিয়েছে। কিন্তু বাবা মাকে অর্থ দেয়নি। তৃতীয় শ্রেনী থেকেই আমি অদম্য একজন মেধাবী ছাত্র হিসেবে স্কুল কলেজে প্রথম স্থান অধিকার করে আসছি। অভাব অনটনের মধ্যেও ভ্যান চালিয়ে বাবা আমাকে মেডিকেলে ভর্তি পরীক্ষা দেয়া পর্যন্ত অর্থ দিয়েছে। মেডিকের মেধাবী তালিকায় উত্তীর্ন হয়েছি। কিন্তু এখন দেখি খরচের বহর। এত টাকা খরচ করে আমাকে মেডিকেল কলেজে পড়ানো সম্ভব নয়। কিন্তু আমার খুব ইচ্ছা একজন চিকিৎসক হয়ে আমি এদেশের অসহায়, গরীব ও দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা করবো। কিন্তু সে আশা হয়তো বা আশায় থেকে যাবে। তাই ইশ্বরের কাছে আমার আকুল আবেদন মেধা দিলে অর্থ দিও। অর্থ না দিলে মেধা দিও না। আমার স্বপ্ন পুরনে তোমার কাছে (ইশ্বর) প্রার্থনা আমি যেন অসহায় দুখি মানুষের চিকিৎসক হিসেবে পাশে দাড়াতে পারি। নিক্কন ২০১৮ সালে এসএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিল। সদরের সুন্দরবন ইউনিয়নের আত্রাই স্কুলে মাধ্যমিক বিদ্যালয় থেকে ও ২০২০ এইচএসসি দিনাজপুর সরকারী কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।