চলছে প্রেম সপ্তাহ। আর দিন কয়েক পরেই ভ্যালেন্টাইনস ডে। প্রেমিক প্রেমিকাদের ভালোবাসা উদযাপনের দিন। ভ্যালেন্টাইনস ডে-র আগে গোটা সপ্তাহ জুড়েই পালন হয় ভালোবাসার সঙ্গে যুক্ত এক একটি দিন। তার কোনওটা রোজ ডে, কোনওটা চকোলেট ডে আবার কোনওটা আবার টেডি ডে। এই প্রতিটা দিনেই ভালোবাসার মানুষের হাতে তুলে দিতে পারেন গোলাপ, চকোলেট বা টেডি বিয়ারের মতো নানা আদুরে উপহার।
কিন্তু প্রেম দিবসে ভালোবাসার মানুষকে কী উপহার দেবেন, ভেবেছেন? সঙ্গীর সঙ্গে কতদিনের পুরনো এবং কত ঘনিষ্ঠ সম্পর্ক তার ওপর বিচার করে, তাঁর পছন্দ অনুযায়ী কোনও উপহার তুলে দিতেই পারেন। দীর্ঘদিনের পুরনো সঙ্গীকে যে উপহার দিতে পারেন, অবশ্যই সদ্য সম্পর্কে জড়ানো কাউকে সেই উপহার দেওয়া যায় না। যাকে আপনি দীর্ঘদিন ধরে চেনেন, তাঁর পছন্দ অপছন্দ সম্পর্কে স্পষ্ট ধারণা আছে আপনার। কিন্তু সবে সবে সম্পর্কে জড়িয়েছেন যাঁরা, তাঁদের একে অপরকে যে কেউ খুশি হবে, এমন কোনও উপহার দেওয়াই ভালো।
আজ আমরা আলোচনা করব বাস্তুমতে ভ্যালেন্টাইনস ডে-তে সঙ্গীকে কোন উপহার দেবেন না, সেই বিষয়ে। বাস্তুশাস্ত্র অনুযায়ী কয়েকটি এমন উপহার আছে যা দিলে সঙ্গীর সঙ্গে সম্পর্কের অবনতি হতে বাধ্য। তাই সম্পর্কে আনন্দ ও ভরসা বজায় রাখতে হলে কোন কোনও উপহার ভুলেও সঙ্গীকে দেবেন না, তা জেনে নিন।
ডুবন্ত জাহাজের ছবি
ভ্যালেন্টাইনস ডে-তে কোনও সুন্দর ছবি সঙ্গীকে উপহার হিসেবে দিতেই পারেন। কিন্তু খেয়াল রাখবেন কোনও ডুবন্ত জাহাজের ছবি মোটেও দেওয়া উচিত নয়। ডুবন্ত জাহাজের ছবি কাউকে উপহার হিসেবে দেওয়া বাস্তুশাস্ত্র অনুযায়ী অত্যন্ত অশুভ। এর ফলে যিনি উপহার দিচ্ছেন এবং যিনি নিচ্ছেন, দুজনেরই আর্থিক সংকট দেখা দিতে পারে।
কালো পোশাক
বাস্তু অনুযায়ী কালো পোশাক কখনও উপহার হিসেবে কাউকে দিতে নেই। ভ্যালেন্টাইনস ডে-তে ভুলেও উপহার হিসেবে সঙ্গীকে কালো পোশাক দেবেন না। এর ফলে সম্পর্কের মধ্যে দুঃখ, কষ্ট, হতাশা গ্রাস করতে পারে।
মকর রাশিতে ৬টি গ্রহের বিরল সংযোগ, সতর্ক থাকা জরুরি সব রাশির জাতকদের
জুতো
প্রেম দিবসে জুতো সঙ্গীকে দেবেন না। বাস্তুমতে এটি অত্যন্ত অশুভ। বাস্তুশাস্ত্র অনুযায়ী ভ্যালেন্টাইনস ডে-তে জুতো উপহার দিলে সম্পর্কে ফাটল দেখা দিতে পারে।
রুমাল
ভ্যালেন্টাইনস ডে-তে উপহার হিসেবে কখনোই রুমাল দেবেন না। এর ফলে জীবনে দুঃখ ও অবসাদ দেখা দেবে। কাউকে রুমাল উপহার দিলে ঝগড়া হয় বলে মনে করা হয়। তাই ভ্যালেন্টাইনস ডে-তে সঙ্গীকে রুমাল উপহার দেবেন না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।