মুফতী মোহাম্মদ ওয়াক্কাস সাহেবের ইন্তেকালের সংবাদ শুনে শেষ বারের মত একটি নজর দেখতে সারাদেশ থেকে আলেম উলামা সহ ধর্মপ্রাণ মানুষের ঢল নামে।

গতকাল বুধবার মাগরিব বাদ জানাযা শেষে মাদানী নগর মাদ্রাসার মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

মুফতী ওয়াক্কাস সাহেবের জানাযায় শরীক হতে ছুটে আসেন সারাদেশের আলেম উলামা। দেশবরেণ্য আলেম উলামা দের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের গহরডাঙ্গা মাদ্রাসার মোহতামীম মুফতী রুহুল আমিন সাহেব, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সাহেবজাদা মুফতী মাহফুজুল হক সাহেব, এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ বিএনপি চরমোনাই সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মী বৃন্দ।

মুফতী ওয়াক্কাস সাহেবের অবর্তমানে আলেম উলামদের পরামর্শে মনিরামপুর মাদানী নগর মাদ্রাসার মোহতামীম নিযুক্ত হন হুজুরের মেজো ছেলে মাওলানা আব্দুর রশিদ সাহেব, এবং শায়খুল হাদিস হিসেবে নিযুক্ত হন হুজুরের ছোট ছেলে মুফতী হুসাইন আহমদ, এবং মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন হয়েছেন হুজুরের বড় ছেলে মাওলানা সোয়াইব।