রুমানা আক্তার | বিশেষ প্রতিনিধি মেহেরপুরঃ মেহেরপুরে গলায় ফাঁস দিয়ে শিল্পী খাতুন(২৮) নামের স্বামী পরিত্যাক্তা এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ৬ মে বৃহস্পতিবার ভোরে তার বাবার বাড়ির স্বয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ঐ নারী।
নিহত শিল্পী খাতুন দুই সন্তানের জননী এবং রামদাসপুর গ্রামের পশ্চিম পাড়া শরিফুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত এক বছর আগে শিল্পীর ছেলে পানিতে ডুবে মারা গেলে পারিবারিক কোন্দলের জের ধরে বিচ্ছেদ ঘটে এরপর থেকেই সে তার বাবার বাড়িতে বসবাস করত।
স্থানীয়রা আরো জানান, বিষন্নতা থেকে বাঁচতেই আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পরিবারের লোকজন ও এলাকাবাসী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।