এক যুবককে প্রেমিক দাবি করে বিয়ে করতে মরিয়া তরুণীর সঙ্গে এবার যোগ দিয়েছেন তার মা। মা-মেয়ে দুজনই শুরু করেছেন অনশন।
ঢাকা থেকে মা খাকিরুন বেগমকে নিয়ে এসে শুক্রবার বিকেল থেকে তারা মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নে তাজনুর হোসেন নামের যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন। বিয়ে না করা পর্যন্ত অনশন ভাঙবেন না বলে জানিয়েছেন।
খাকিরুন জানান, তিনি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন। স্বামীর সঙ্গে অনেক দিন আগেই বিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকে মেয়েকে নিয়েই থাকেন। মেয়ের কাছ থেকেই তাজনুরের সঙ্গে তার প্রেমের বিষয়টি জেনেছেন।
তিনি বলেন, ‘এর আগে আমার মেয়ে একা এসেছিল বিয়ের দাবিতে। এখন আমি এসেছি। তারা তখন কথা দিয়েছিল অভিভাবক আনলে কথা বলবে। আমি তাই ছুটি নিয়ে মেয়ের সঙ্গে এখানে এসেছি। এই বারান্দায় বসে আছি, কেউ কথা বলছে না। মেয়ের বিয়ে না দিয়ে আমি এখান থেকে যাব না।’
১৭ বছর বয়সী ওই তরুণী বলেন, ‘ছেলে রাজি আছে বিয়ে করতে। তার সঙ্গে আমার কথা হয়েছে, কিন্তু তার বাবা-মা কেউ রাজি না। তারা আমাকে পছন্দ করে না।
‘না করুক, আমার দরকার ছেলেকে। তারা বিয়ে দিলেই তো সব ঠিক হয়ে যায়। বিয়ে না দিলে এবার আমার মাও এখান থেকে যাবে না।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।