নিজস্ব প্রতিবেদক; ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পক্ষ থেকে বাদ জুমা রাজধানীর হাইকোর্টস্থ মাজার মসজিদে ওই দোয়ার আয়োজন করা হয়। এতে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাতে বেগম রওশন এরশাদ এমপির রোগারগ্য লাভে সুস্থতা চেয়ে আল্লাহর দরবারে তাঁর দীর্ঘায়ু কামনা করা হয়। আল্লাহ যেনো তাকে দ্রুত শেফা দান করেন, নেক হায়াত দান করেন।তিনি যেনো স্বাভাবিক ও সুস্থ জীবন ফিরে পান।
এসময় দেশবাসি ও জাতীয় পার্টির সব স্তরের নেতাকর্মীদের কাছে সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের জন্য দোয়া চান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ।
অন্যদিকে শুক্রবার দেশব্যাপি বিভিন্ন মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে বেগম রওশন এরশাদ এমপির সুস্থতা কামনায় জাতীয় পার্টির নেতাকর্মীরা দোয়া ও প্রার্থনার আয়োজন করে।
হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদের পক্ষে : কাজী শামসুল ইসলাম
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।