নিজস্ব প্রতিবেদক; জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ আগের চেয়ে অনেক সুস্থ আছেন। তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে।
শুক্রবার ১১ ফেব্রুয়ারি দুপুরে ব্যাংকক থেকে ঢাকায় ফিরে ভার্চ্যুয়াল আলাপে সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ ট্রাষ্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ। তিনি গেলো ৫ ফেব্রুয়ারি বেগম রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে পাঁচ দিনের সফরে থাইল্যান্ড।
এসময় কাজী মামুন আরো জানান, রওশন এরশাদ এখন উঠে বসে স্বাভাবিক খাবার খেতে পারছেন। তবে তা পরিমানে কম। আপনজনদের সঙ্গে কথাও বলছেন। তিনি দেশবাসি ও দলীয় নেতাকর্মী এবং পল্লীবন্ধুর লাখ লাখ সমর্থক-অনুসারিদের কাছে দোয়া চেয়েছেন বলে জানান মামুনুর রশীদ।
একই সময় ব্যাংকক থেকে ভার্চ্যুয়াল আলাপে অংশ নিয়ে পল্লীবন্ধুপুত্র জাতীয় সংসদের এমপি রাহগির আল মাহি সাদ এরশাদ বলেন, মা এখন আগের চেয়ে অনেক সুস্থ ও ভাল আছেন। অল্প কথাবার্তাও বলছেন। চিকিৎসকের পরামর্শে নরম সব স্বাভাবিক খাবারই খাচ্ছেন। সাদ তার মায়ের সুস্থতার জন্য দেশবাসি বিশেষ করে নির্বাচনী এলাকা ময়মনসিংহ ও রংপুরের মানুষের কাছে দোয়া চেয়েছেন। সেই সঙ্গে পার্টির নেতাকর্মী ও সমর্থকদের রওশন এরশাদের সুস্থতা কামনা করে দোয়ার আহবান করেন পল্লীবন্ধুপুত্র সাদ এরশাদ।
বেগম রওশন এরশাদ গত ৫ নভেম্বর ২০২১ থেকে থাইল্যান্ডের ব্যাংকক বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।