নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত মেম্বার মোঃ রাজা মিয়া দুলাল এর ব্যক্তিগত অর্থ দিয়ে ১৫০টি নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপলক্ষে চাউল বিতরণ করেছেন।

শনিবার ৩০শে এপ্রিল সকালে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাকসী নওখোলা গ্রামে তার নিজ বাড়িতে এই চাউল বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত কয়েকজন নারী – পুরুষের সাথে কথা হলে তারা বলেন অন্য বছর ঈদের সময় আমরা চেয়ারম্যান এর দেওয়া সরকারি চাউল পেতাম কিন্তু এবছরে না পাই নাই,আমাদের এলাকাটি নদী ভাঙ্গন এলাকা এখানকার অধিকাংশ মানুষ গরিব, চাউল গুলা পাওয়ায় আমরা অনেক উপকৃত হই, এবার আমাদের মেম্বার মোঃ রাজা মিয়া দুলাল তার নিজ অর্থ দিয়ে ১৫০ টি পরিবারের মাঝে চাউল দিচ্ছেন।

এবিষয়ে ৬ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত মেম্বার মোঃ রাজা মিয়া দুলাল সাংবাদিকদের বলেন উপজেলার মধ্যে আমাদের শালনগর ইউনিয়নের আমার এই ওয়ার্ড নদী ভাঙ্গন এলাকা সেই হিসাবে এখানকার মানুষগুলো নিম্নআয়ের মানুষ নদীতে সবকিছু নিয়ে নিয়েছে এদের, অন্য বছরের ঈদের সময় এদের ১০ কেজি করে চাউল দিয়ে থাকি, এবছর বাজেট কম হওয়ায় চাউল ও কম তাই আমি আমার ওয়ার্ডের মানুষের কথা ভেবে আমার সামর্থ্য অনুযায়ী ১৫০টা নিম্নআয়ের পরিবারের মাঝে চাউল বিতরণ করে তাদের পাশে দাড়িয়েছি।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মেম্বার মোঃ রাজা মিয়া দুলাল এর কর্মকান্ডে সন্তুষ্ট প্রকাশ করেন।