রানীশংকৈলে,মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে,জমি ও গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
মাসুদ রানা লেমন,
রানীশংকৈল প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা হলরুমে আজ (১৮ জুন) বিকেলে উপজেলা সহকারি কমিশনার ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে,জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্ভোধন উপলক্ষে প্রেস ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়৷ রানীশংকৈল উপজেলায় ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম (২য় পর্যায়) এর ২৯৬টি ঘর প্রদান করা হবে৷ উক্ত প্রেস ব্রিফিং সভায় আলোচনায় অংশ নেন,পি আই ও অফিসার,তসিলদার জাহিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি (পুরাতন) কুশমত আলী ও ফারুক হোসেন,কবি ও সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সম্পাদক সফিকুল ইসলাম, এছাড়াও রানীশংকৈলের খবর পত্রিকার সম্পাদক সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।