• রূপগঞ্জে গ্রাজুয়েট এসোসিয়েশনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

শাকিল আহম্মেদঃ নারায়ণগঞ্জ  

নারায়াণগঞ্জের রূপগঞ্জে গ্রাজুয়েট
এসোসিয়েশনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুুপুরে ঢাকা সিলেট মহাসড়কের গাউছিয়া মার্কেটের সামনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নূসরাত জাহান। উপজেলা গ্রাজুয়েট এসোসিয়েশনের সভাপতি ইউসূফ চৌধূরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজি, গবেষক কলামিস্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ণ মীর আব্দুল আলীম, এখলাছ গ্রুপের পরিচালক জাকির হোসেন ভুইয়া, ডিকেএমসির পরিচালক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ ।