রূপগঞ্জে ২১ বছর পর ছাত্রদলের ঘোষিত কমিটিতে বির্তকের শেষ নেই।

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার অধীনস্থ ছাত্রদলের ৮টি ইউনিটে ঘোষিত ছাত্রদলের কমিটিতে অধিকাংশই বির্তকিত হয়েছে। বির্তকিত আহবায়ক কমিটি গুলো হলো তারাবো পৌর সভা ছাত্রদল,

  • কাঞ্চন পৌর ছাত্রদল ও সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল। রূপগঞ্জ উপজেলার তারাব পৌর ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ঠ নতুন আহবায়ক কমিটি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এ কমিটির আহবায়ক কাজী রাজন বিবাহিত বলে দাবি করেছে ছাত্রদলের একটি অংশ। তাদের দাবি ১৪/০৮/২০২০ তারিখে পারিবারিক ভাবে কাজী রাজন বিয়ে করেছে।

 

তার চাচা কাজী জাভেদ তারাব পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছিলেন।তারা আরো দাবি করেন, ১৭ বছরের মধ্যে রাজনকে ছাত্রদল কর্মীরা মাঠে দেখেনি। সাড়ে চার লক্ষ টাকার বিনিময়ে,বিবাহিত কাজী রাজন কে,তারাব পৌরসভা ছাত্রদলের আহবায়ক বানানো হয়েছে । এছারাও কাঞ্চন পৌরসভার ছাত্রদলের সদস্য সচিব তন্ময় বিবাহিত এবং বিয়ে করে দুইবছর যাবত ঘর সংসার করছে, তার শশুড় বাড়ি গাজীপুর কালিগঞ্জ বলে দাবী তুলেছে কাঞ্চন পৌর ছাত্রদলের একটি অংশ। এছারাও বির্তক সমালোচনা রয়েছে সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের কমিটি নিয়েও কেন্দ্রীয় ছাত্রদলের নিয়ম অনুযায়ী চাকরিজীবি কেউ কমিটিতে থাকতে পারবে না বলে দাবী তুলে সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের একটি অংশ বলেন
মুড়াপাড়া কলেজ ছাত্রদলের আহবায়ক শাকিল গুলশান ১ বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করা সত্যেও মোটা অঙ্কের টাকা বিনিয়োগ তাঁকে কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক বানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রবি ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব। এই বিষয়ে সরকার মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের কার্যকারি সদস্য রুহুল আমিন বলেন কমিটিতে ত্যাগিদের নাম মাত্র পদে রেখে চাকরিজীবি ও অছাত্রদের টাকার বিনিময়ে মূল্যায়ন করা হয়েছে যা ইতিমধ্যেই বির্তকিত কমিটি হিসাবে চিহ্নিত হয়েছে সকলের কাছে। তাই

তৃনমূল ছাত্রদলে নেতা কর্মীদের দাবি অবিলম্বে তদন্তপূর্বক কাজী রাজন ও তন্ময় কে কমিটি থেকে বাদ দিয়ে বির্তকিত কমিটি আবার নতুন দেওয়া হোক।