নিজস্ব সংবাদদাতা, তেরখাদা, খুলনা : গত ৩ রা মার্চ বুধবার রূপসা উপজেলার ৫ নং ঘাট ভোগ ইউনিয়নের ডোবা গ্রামের গোপাল বিশ্বাসের পুত্র বধু সুলতা রানী বিশ্বাস ( ৩০ ) দেবর প্রো বিশ্বাস এর প্রেমে সাড়া না পেয়ে দিবাগত রাত ৮ টার দিকে ঘরে রাখে দেওয়া কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে ।

জানা যায়, গোপাল বিশ্বাস ও তাঁর স্ত্রী সবিতা রানী বিশ্বাস পুত্র বধু সুলতা রানী বিশ্বাস কে ভ্যানে করে কাজদিয়া হাসপাতালে ভর্তি করার জন্য গেলে উক্ত হাসপাতাল কর্তৃপক্ষ রোগী কে ভর্তি না করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন ।

ডোবা গ্রাম বাসী সুত্রে জানা যায়, সবিতা রানী বিশ্বাস পুত্র বধু সুলতা রানী বিশ্বাস কে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রওনা হবার পর তাদের আর সন্ধান পাওয়া যায় নি ।

সুত্রে প্রকাশ , গোপাল বিশ্বাসের বড় ছেলে শ্রী রাধে বিশ্বাস মারা যাবার পর একটি ছেলে সন্তান নিয়ে ভালো ভাবে দিন কাটতে থাকে সুলতা রানীবিশ্বাসের ।
তার পর থেকেই গোপাল বিশ্বাসের ছোট ছেলে প্রো বিশ্বাসের সঙ্গে গোপনে পুত্র বধু সুলতা রানীর বিশ্বাসের অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ।

গোপন সুত্রে জানা যায়, গোপাল বিশ্বাসের স্ত্রী সবিতা রানী বিশ্বাস নিজেই ছোট ছেলে প্রো বিশ্বাসের সঙ্গে পুত্র বধু সুলতা রানী বিশ্বাসের অবৈধ সম্পর্ক গড়ে তোলার সহোযোগীতা করে ।
অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর থেকেই হাঁসি খুশি ভাবে চলতে থাকে পরিবারটি । সুত্রে আরো জানা যায় , দেবর প্রো বিশ্বাসের সঙ্গে পুত্র বধু সুলতা রানী বিশ্বাসের অবৈধ প্রেমের সম্পর্ক চলাকালীন প্রো বিশ্বাস কে মায়ের ইচ্ছা মতোই উপজেলার ৫নং ঘাট ভোগ ইউনিয়নের সিন্দুর ডাঙ্গা গ্রামের একটি গরীব মেয়ে কে বিবাহ করতে হয় ।
কিছু দিন যেতে না যেতেই গরীব মেয়েটি উপর শাশুড়ি সবিতা রানী বিশ্বাস নির্মমভাবে নির্যাতন শুরু করলে স্বামীর সংসার ছেড়ে পিতার সংসারে গেলেই এক পর্যায়ে ছাড়া ছাড়ী হয়ে যায় ।
আবারো দেবর বৌদির প্রেমের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে ।
দীর্ঘ ৪~৫ বছর অবৈধ প্রেমের সম্পর্ক চলাকালীন প্রো বিশ্বাস গত ৩ রা মার্চ বুধবার দিবাগত রাতে গোপনে গোপালগঞ্জ জেলার কোন এক গ্রামে আবারো বিবাহ করে ।
এ সংবাদ প্রেমিকা বৌদি সুলতা রানী বিশ্বাস জানতে পেরে ঘরে রাখে দেওয়া কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে ।
বিষয়টি নিয়ে ৫নং ঘাট ভোগ ইউনিয়ন এলাকায় জল্পনা কল্পনা শুরু হয়েছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত
এখানে সবিতা রানী বিশ্বাস ও পুত্র বধু রোগী সুলতা রানী বিশ্বাসের খোঁজ খবর পাওয়া যায়নি ।