- লোহাগড়ায় বালু বহনকারী বলগেট এর ধাক্কায় জেলেদের নৌকা ডুবি একজন নিখোঁজ।
স্টাফ রিপোর্টার মনির খান লোহাগড়া নড়াইল।
গত ১৯ ডিসেম্বর ২০২০ রাত ১১ টায় লোহাগড়া উপজেলার কলাগাছি গ্রামের বসুদেব দাস এর ছেলে রাধা কান্ত দাস (৫৫) নামের একজন নবগঙ্গা নদীতে মাছ ধরার সময় বালু বহনকারী বলগেটের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ।
লোহাগড়ার ফায়ার সার্ভিসের ডুবুরি টিম নিখোঁজের লাশ খোঁজার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জেলেদের নৌকায় ৩ জন মাছ ধরার কাজে ব্যস্ত ছিল। রাধা কান্ত দাস নিখোঁজ হন এবং একই এলাকার গৌতমের ছেলে সাগর বলগেটের আঘাতে গুরুতর আহত হন।
সাগর ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র, তার দুই হাত বুকের হাড় ভেঙ্গে যায়, তাকে ২৫০ শয্যা হাসপাতাল খুলনায় নিয়ে যাওয়া হয়। অপর একজন সুস্থ আছে বলে জানা যায়। লোহাগড়ার ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রানার নেতৃত্বে নিখোঁজের লাশ উদ্ধারে কাজ অব্যাহত আছে বলে জানা যায়।
যে বালু বহনকারী বলগেট টি জেলেদের নৌকায় আঘাত করেছে সেই বালু বহনকারী বলগেট টির নাম মা বাবার দোয়া ২৫ । উক্ত ঘাতক বালু বহনকারী বলগেট টি এলাকা থেকে দ্রুত পালিয়ে যায়।
এখন পর্যন্ত লাশ পাওয়া যায় নাই ,উদ্ধারের কাজ চলছ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।