নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা বাস স্ট্যান্ড সংলগ্ন মর্ডান আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এক স্কুলছাত্রীসহ কলেজ ছাত্রকে আটক করেছে লোহাগড়া থানার বেরসিক পুলিশ। মঙ্গলবার (৮ ডিসেম্বর) ১১টার সময় মর্ডান আবাসিক হোটেলের রুম থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় স্থানীয় ছাত্রলীগ নেতা শিমুল খান ও হাদিউজ্জামান আশিক সাংবাদিকদের কাজে বাধা দেয় এবং হুমকিস্বরূপ কথা বলে। আটককৃতরা হলো উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের মাধবহাটি গ্রামের সৈয়দ ইলু মিয়ার ছেলে আরিফুজ্জামান এবং নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামের মোঃ আফছার শেখের মেয়ে বর্ষা খানম। বর্ষা খানম বলেন, আরিফুজ্জামানের সাথে তার দুই মাসের প্রেম। আজ সে স্কুলের রেজিস্ট্রেশন এর কাজের জন্য বাড়ি থেকে আসার পর আরিফুজ্জামান ঘোরার কথা বলে মডার্ন আবাসিকে নিয়ে আসে। এ বিষয়টি নিশ্চিত করেন লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘আসামিদের টু নাইনটি মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।