- লোহাগড়া শালনগর এম কে এইচ কে নামে অবৈধ ইটের ভাটা।
মো: অাজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইল।
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে গড়ে তুলেছে সরকারের অনুমোদন বিহিন এম কে এইচ কে অবৈধ ইটের ভাটা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অাট একর জমির উপরে গড়ে তুলেছে এই অবৈধ ইট,ভাটা, প্রতিদিন প্রকৃতিকে নিধন করে এই ভাটায় পুড়ানো হয় হাজার মন কাট, এবং দূষিত হচ্ছে এলাকার পরিবেশ, এই ভাটায় এক সিজনে পুড়ানো হয় প্রায় ১ কোটি ইট,।সেখানে প্রতি সিজনে পুড়ছে হাজার হাজার মন জ্বালানি ধংস হচ্ছে পরিবেশ হুমকির সম্মুখীন আশেপাশের পরিবার।
এই এবিষয়ে কথা হয় এম কে এইচ কে ইট ভাটার মালিক মো: মুক্তি গাজীর সাথে, তিনি সাংবাদিকদের বলেন অামার ভাটার কোনো অনুমোদন কাগজ পত্র নেই, অাপনারা লেখা লেখি না করলে হয় না, ভাটা করছি বলে অাপনারা লিখবেন,ঠিক অাছে অাপনারা সাংবাদিক তো লিখেন।
মো: অাজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।