মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরের বালিদীয়ার মৌশা গ্রামে শখের মোটর সাইকেল না পেয়ে পরিবারের উপর অভিমান করে কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

জানা যায়, পরিবারের নিকট শখের মোটর সাইকেল কিনে দেওয়ার দাবি করে।কিন্তু পরিবার থেকে কিনে না দেওয়ায় মহম্মদপুরের মৌশা গোলাবাড়ি এলাকায় জোবায়ের সর্দার (১৯) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে ঐ এলাকার মিজানুর রহমানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, জোবায়ের সরদার তার পিতার নিকট বেশ কয়েকদিন ধরে একটি “আর এম থ্রি” নতুন মোটরসাইকেল কিনে দেবার কথা বলেছিল। বাবা তাৎক্ষনিক ভাবে টাকা না থাকায় শখের মোটরসাইকেল কিনে দিতে অসীকৃতি জানালে বাবার উপর অভিমান করে শনিবার তার নিজ মুরগির খামার থেকে বিষপান করে।

বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানেও অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় নেয়া হলে চিকিৎসারত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ রবিবার সকাল ৯.৩০ ঘটিকার দিকে সে মারা যায়।তাঁর এই অকাল মৃত্যু এলাকার মানুষ কোন ভাবেই মেনে নিতে পারছে না।