মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নে বৃদ্ধ মাকে গোয়ালঘরে রাখায় দুই ছেলে ও এক পুত্রবধূ গ্রেফতার হয়েছিল।
পরে গ্রেফতার হওয়া সন্তাদের জামিনে ছাড়িয়ে আনলেন সেই বৃদ্ধা আয়েশা বেগম। জানা গেছে, চারিগ্রামের মৃত হজরত আলীর স্ত্রী আয়েশা বেগম। বয়স ৮৫ বছর। তিন ছেলে মো. কলম, মোস্তফা ও চানু মিয়া। চানু মিয়া প্রবাসী।
অন্য দুই ভাই কৃষিকাজ করেন। পৈতৃক বাড়িতে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন। মা আয়েশা বেগমও থাকতেন। কিন্তু ঘরে জায়গার অভাবের কথা বলে ছয় মাস আগে মাকে পাঠানো হয় গোয়ালঘরে। সেখানে খাবারও ঠিকমতো দেয়া হতো না। বিষয়টি এলাকার লোকজনের মাধ্যমে জানতে পারেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
তার তাৎক্ষণিক নির্দেশে সিংগাইর থানার পুলিশ গত রোববার (১২ জুন) আয়েশা বেগমকে গোয়ালঘর থেকে উদ্ধার করে। আটক করে দুই ভাই কলম ও মোস্তফা এবং চানু মিয়ার স্ত্রী মর্জিনাকে।
সিংগাইর থানার পুলিশ পরিদর্শক আনিসুর রহমান জানান, আটককৃতদের গ্রেফতার দেখিয়ে সেদিনই দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। কিন্তু আয়েশা বেগম তার সন্তানদের জামিন চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।