জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ডিবেটিং সোসাইটির পরিচিত মুখ, ১২ তম ব্যাচের শিক্ষার্থী অঙ্কন বিশ্বাস বাঁচতে চায়। গত ৭ দিন যাবত আইসিউতে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছেন তিনি ।

৭ দিন আগে গত ২৪শে এপ্রিল, একই সাথে তার ব্রেইন স্ট্রোক ও হার্ট ফেইল হয়। ১লা মে তাকে আসগর আলী হাসপাতাল থেকে বিএসএমএমইউ এর আইসিউতে ট্রান্সফার করা হয়েছে। প্রথম থেকেই ওনার অবস্থা গুরুতর। এখনো তিনি লাইফ সাপোর্টেই আছেন। আর কতদিন তাকে আইসিউতে স্ট্রাগল করতে হবে তা ডাক্তাররা এখনো নিশ্চিত বলতে পারছেন না।

আইসিউতে ট্রিটমেন্ট করানো কতটা ব্যয়বহুল। এতোদিন যাবত ওনার পরিবার চিকিৎসা জনিত সকল ব্যয় বহন কর আসলেও এখন পরিবারটির পক্ষে তা সম্ভব হয়ে উঠছে না। অঙ্কন বিশ্বাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির অন্যতম নিয়মিত বিতার্কিক; হাস্যোজ্জল, প্রাণচঞ্চল, মেধাবী একজন মানুষ। আমরা বিশ্বাস করি তিনি এভাবে জীবন যুদ্ধে হেরে যেতে পারেন না। আমরা দেবো না। সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সবাই ওনার জন্য প্রার্থনা ও আশির্বাদ রাখবেন।

সাহায্য পাঠানোর ঠিকানাঃ
★বিকাশ, লিজা কবির : 01705756304
আব্দুল মুকিত চৌধুরী সানি: 01726023194
★নগদ
আব্দুল মুকিত চৌধুরী সানি(১২তম ব্যাচ): 01726023194
★রকেট
আব্দুল মুকিত চৌধুরী সানি (১২তম ব্যাচ): 017260231942
★ব্যাংক
ব্র্যাক ব্যাংক একাউন্ট নং : 2201104401270001
নাম : আব্দুল মুকিত চৌধুরী সানি।