সাঘাটায় ঘুর্ণিঝড়ে আহত ৩ জন নিহত ১ বাড়ি-ঘর, গাছপালা ফসলের ব্যাপক ক্ষতি
কেএম জহুরুল হক (জনি) গাইবান্ধা থেকেঃ–
সাঘাটা উপজেলার উপর দিয়ে বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ-পশ্চিম কোণ থেকে প্রচন্ড বেগে বয়ে যাওয়া ঘুর্ণিঝড় চলাকালীন উপজেলার কামালের পাড়া ইউনিয়নের ফলিয়া দিগর গ্রামের মৃত সোমেদ আলীর ছেলে কৃষক আরমান আলী (৫৫) ভয়ে জমি থেকে বাড়ি ফেরার সময় বাড়ির অদুরে পড়ে গিয়ে হার্ডএটাকে নিহত হয়েছে। কামালের পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু কৃষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ভেঙ্গে পড়া গাছের চাপায় পড়ে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামের গীতা রাণী (৫৫), রেশমা (৩২) ও উত্তর দীঘলকান্দি গ্রামের জুলেখা বেগম (৪০)নামে তিনজন মহিলা গুরুতর আহত হয়েছে। আহত গীতা রাণী, রেশমা ও জুলেখা বেগমকে সাঘাটা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বিভিন্ন গ্রামের বেশ কিছু টিনের ঘর পড়েগেছে, অসংখ্য গাছ-পালা দুমড়ে মুচড়ে ভেঙ্গে ও উপড়ে পড়েছে। এছাড়াও কৃষকের উঠতি পাট, পাকাধান ও পাকা কাউনের ব্যাপক ক্ষতি হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।