উত্তরের জেলা ঠাকুরগাঁও। হিমালয়ের পাদদেশ এট পাশাপাশি হওয়ায় শীতের প্রকোপতা বেশী৷ ভোর থেকে শুরু হয় বৃষ্টির ন্যায় শীত আর দুপুর গরিয়ে গেলেও দেখা মিলেনা সূর্যের।

জেলার তিনটি উপজেলা সীমান্তঘেষী৷ শহর ও গ্রাম অঞ্চলের থেকে সীমান্ত এলাকাগুলোতে শীতের তাপমাত্রা প্রকোপ। এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করেন লাভলী৷

 

শুক্রবার (২০ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের বালীয়াডাঙ্গী উপজেলার সীমান্ত বর্তী এলাকা বাউলঝেরী এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে শীতবস্ত্র বিতরণ করেন লাভলী বিউটি পার্লার এন্ড ট্রেইনার সেন্টারের স্বত্বাধিকারীনী লাভলী আক্তার৷

 

শীতবস্ত্র পেয়ে খুশি হয়ে মাদরাসা শিক্ষার্থী নুরে আলম বলেন,আমাদের মাদরাসায় সব সময় অযু করে থাকতে হয়। শীতের দিনে খুব ঠান্ডা লাগে অযু করতে৷ আর অযু শেষে গরমের কাপড় না হলে কষ্ট লাগে৷ এখন লাভলী আন্টি কম্বল দিল গরম লাগবে, আমি খুশি ও আনন্দিত।

 

নাহিদ হোসেন বলেন,আমাদের এইদিকে কেউ শীতের কাপর দেয়না৷আজকে লাভলী আন্টি আমাদের সুন্দর কম্বল দিল। অনেক গরম লাগবে রাতে আর ঘুম ও সুন্দর হবে৷

 

আমজানখোর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য তসলিম উদ্দীন বলেন,আমাদের এলাকাটি সীমান্ত বর্তী হওয়ায় শীতের মাত্রা খুব৷ আজকে লাভলী আমাদের এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করলেন। যা আমাদের এলাকার জন্য খুব উপকারী। শীতার্ত মানুষেরা উপকৃত হবে।