নজরুল ইসলাম – নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউপি, কাদিরপুর গ্রামের প্রতিবন্ধী রিয়াদ হুইল চেয়ার উপহার পেল। রিয়াদ খুহ দরিদ্র ঘড়ের সন্তান, হুইল চেয়ার কেনার মত সামর্থ্য ছিল না রিয়াদের পরিবারের।
এমন তথ্য পাওয়ার পর- সাংবাদিক নজরুল ইসলাম তার প্রবাসী বন্ধু রিমনের সাথে কথা বলে।
মানবতার ডাকে সাড়া দিয়ে – কুয়েত প্রবাসী রিমন হুইল চেয়ার উপহার দিতে রাজি হয়।
এবং খুব দ্রুত বিকাশের মাধ্যমে সাংবাদিক নজরুল ইসলামের কাছে টাকা পাঠায়।নজরুল খুব দ্রুত সময়ের মধ্যে উপহার পৌঁছে দেয়- প্রতিবন্ধী রিয়াদকে।
রিয়াদ হুইল চেয়ার উপহার পাওয়াতে- আনন্দে দিশেহারা রিয়াদের মা-বাবা। আদরের সন্তানকে দরিদ্রতার কারণে একটি হুইল চেয়ার কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। তাইতো
রিয়াদের এমন উপহার পাওয়াতে রিয়াদের মা-বাবার চোখে আনন্দের কান্না চলে আসে। এবং উপহার দাতা প্রবাসী রিমনের জন্য দোয়া করেন।
এডভোকেট শেখ খাইরুল ইসলাম- বলেন
রিয়াদের পরিবার খুব হত দরিদ্র ছিল। তাই সাংবাদিক নজরুল কে ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চেয়ার দেওয়ার জন্য বলি। নজরুল খুব দ্রুত সময়ের মধ্যে – প্রবাসী রিমনের সহয়তায় হুইল চেয়ার উপহার পৌঁছে দেন। আমি সাংবাদিক নজরুল এবং উপহার দাতা প্রবাসী রিমনের প্রতি চিরকৃতজ্ঞ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।