চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর সাথে পরিবহণ মালিক ও শ্রমিকনেতৃবৃন্দের মতবিময়
সুৃমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
আজ ০৭/১২/২০২০ ইং সকাল ১১ টায় চট্টগ্রাম দাম পাড়াস্ত মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে পণ্য পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। তিনি পণ্য পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষনিক সমাধান দেন।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব শ্যামল কুমার নাথ, জনাব তাজুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ আন্ত জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন, জনাব রুস্তম আলী খান, আহবায়ক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ, জনাব মজুমদার হোসেন, সমন্বয়ক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও পণ্য পরিবহন শ্রমিক মালিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।