ছবির মধ্যে অনেক কিছুর ভেতর থেকে ব্যাঙ, সাপ, বিড়াল, কুকুর, বাঘসহ নানাকিছু খোঁজার চ্যালেঞ্জ দেখা যায়। আসলে সেগুলো ছবিতেই থাকে, তবে খুঁজে পেতে সমস্যা হয়।
দৃষ্টিভ্রমের এ ধরনের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় প্রায়ই শেয়ার হয়। তা নিয়ে কৌতূহলের অন্ত থাকে না নেটিজেনদের মধ্যে।
সেই তালিকায় নতুন সংযোজন হলো একটি টিয়া পাখি ও আমের ধাঁধা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলো আম। আর তার মধ্যেই লুকিয়ে আছে ছোট্ট একটি টিয়া পাখি। লালচে সবুজ আমগুলোর মধ্যে হঠাৎ একেবারেই ধরা যায় না টিয়াটিকে।
কারণ আর কিছুই নয়, টিয়া পাখিটির রং অবিকল আমগুলোর মতোই। এমনকি, আকারের দিক থেকেও আমের মতোই ছোট টিয়াটি।
মূলত রং ও আকারের দৃষ্টিভ্রমকে কাজে লাগিয়েই লুকিয়ে রয়েছে টিয়াটি। তাই পাখিটি খুঁজে পেতে ছবিটি দেখতে হবে মনোযোগ দিয়ে। আর যাঁরা হাজার খুঁজেও দেখতে পাচ্ছেন না টিয়া পাখিটি, তাঁদের জন্য সবার শেষে রইল সমাধান।
সূত্র: আনন্দবাজার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।