বিয়ের আগে সবার মনেই নানা রকম সংশয় দেখা দেয় এবং সাথে থাকে নানান ধরণের প্রশ্ন। বিশেষ করে বিয়ের পরের জীবন কেমন হতে পারে তা নিয়ে অনেকের মনেই থাকে নানা প্রশ্ন। আর এসব প্রশ্নের জবাবও খোঁজা শুরু হয়ে যায় বিয়ের আগে।
তবে এ বিষয় নিয়ে সবচেয়ে বেশি সংশয় থাকে মেয়েরা। এর সবচেয়ে বড় কারণ, বিয়ের পরে মেয়েদের নতুন বাড়িতে যেতে হয়। তাই বিয়ের আগে মেয়েরা ইন্টারনেটে নানা বিষয়ে জবাব খুঁজতে থাকেন।
তারা সবেচেয়ে বেশি কোন কোন বিষয়ে সন্ধান চালান? কী বলছে সাম্প্রতিক সমীক্ষা? প্রথমত, বিয়ের আগে মেয়েরা নজর দেন নিজেদের সাজপোশাকের বিষয়ে। সেই কারণে বিভিন্ন রূপচর্চার পরামর্শ দেওয়ার ওয়েবসাইটগুলোতে তারা ঘোরাফেরা করেন।
তাছাড়া অনলাইন কেনাকাটার মাধ্যমগুলোতেও অনেকের আনাগোনা বাড়ে। দ্বিতীয়ত, অনেক মেয়ের ক্ষেত্রে দেখা যায়, তারা বিয়ের আগে নতুন রেসিপি শেখার চেষ্টা করেন। নতুন জায়গায় গিয়ে রান্নার দায়িত্ব সামলাতে হতে পারে বলে তারা সে বিষয় নিয়ে আগে থেকেই জানার চেষ্টা শুরু করে দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।