মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে কেক কাটা, আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় টেলিকনফারেন্সে ভোলা ২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি-জোট বার বার হত্যার চেষ্টা চালিয়েছেন। আল্লাহর রহমতে তিনি বেচেঁ গেছেন। তার সঠিক নেতৃত্ব দেশ আজ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মনজুর আলম, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিদ্দিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ কিরণ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক জিএস ভুট্টো তালুকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়জুল্লাহ ফয়েজ, সাধারণ সম্পাদক লিটু পাটোয়ারী,সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রাসেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোতালেব হোসেন সবুজ,সম্পাদক কামাল হোসেন প্রমূখ।