মোঃ আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কুয়াদাঃ মনিরামপুরের কৃতিসন্তান মনিরামপুর বাসির অহংকার, আয়কন বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জন্মদিন উপলক্ষ্যে, তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু মঙ্গল কামনা করে,মনিরামপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মনিরামপুর কওমি হাফিজিয়া এতিমখানায় দোয়া মাহফিল ও এতিমদ শিশু সহ সবার মাঝে খাদ্য বিতর করা হয়।
এছাড়া মনিরামপুর কালিমন্দীরে পূজা ওপ্রর্থানার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোঃ ফজলুর রহমান যুগ্ম – আহবায়ক মনিরামপুর উপজেলা ছাত্রলীগ,এছাড়াও ছিলেন উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান রকি উপজেলা ছাত্রলীগের সদস্য।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,রমেশ দেবনাথ কলেজ ছাত্রলীগের সদস্যে, এছাড়াও ছিলেন কামরন হোসেন, আর এল রাতুল, জি এম রাসেল, বাপ্পি হোসেন, সবুজ হোসেন, সাইফুর রহমান, রিযাদ হোসেন, রাকিব হোসেন, ফরাহাদ, রিফাত, ফারহান, অভিকুন্ড, উস্ছাস, ফারহান বাবু( বন্ধু), শুভ্রত বিশ্বাস, দেব্রত, দ্বীপ।
এ সময় বক্তব্যা রাখেন মোঃ ফজলুর রহমান তিনি বলে মনিরামপুর উপজেলার গর্ব লেখ ভট্টাচার্য আরো তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের জন্য।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।