মোঃ মিজানুর রহমান খুলনা মহানগর প্রতিনিধি:আজ মঙ্গলবার ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি নির্দেশনা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে সকল সরকারি ,বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে স্বারক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় খুলনার ১ নং কেদারনাথ মেইন রোডে অবস্থিত ঐতিহ্যবাহী দৌলতপুর আলিম মাদ্রাসা (মহেশ্বরপাশা কুয়েট খুলনা,)স্বারক বৃক্ষরোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর আলিম মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মাওলানা ইয়াহইয়া, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, মাওলানা কোবীর হোসাইন, মাওলানা আবুল হাসান,মাওলানা মোঃ মিজানুর রহমান, গণিত শিক্ষক সেলিম হোসেন, আইসিটি শিক্ষক মোড়ল মো জাহিদুর রহমান, বিপিএড শিক্ষিকা হাজেরা পারভীন, কৃষি শিক্ষিকা মরিয়ম খানম ,সহকারী শিক্ষিকা ইংরেজি ফাহমিদা, উম্মে কুলসুম লিপি, শারমিন আক্তার মিলি, দৌলতপুর আলিম মাদ্রাসার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সেলিম রেজা, কামরুল ইসলাম ,কামাল হোসেন ও ,মিঠু, প্রমুখ।
এসময় স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে তার জন্য যোহর বাদ বিশেষ মোনাজাত করা হয়, তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার রুহের মাগফেরাত কামনা  হয় করে মোনাজাত শেষ করেন দৌলতপুর আলিম মাদ্রাসার ইবতেদায়ী প্রধান মাওলানা শাহ আলম গাজী।
Attachments area