শায়েক আহমদ,স্টার্ফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মাওলানা মাশহুদ আহমদ।

তিনি দেশ ও প্রবাসের সর্বস্তরের মুসলীম উম্মাহর সুস্বাস্থ্য নিরবিচ্ছিন্ন শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে মাওলানা মাশহুদ আহমদ বলেন,ঈদুল আযহা মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।

তিনি আরো বলেন, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহার খুশি ও আনন্দ ভাগাভাগি করে নেই সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরীব অসহায় মানুষের পাশে জীবন থেকে দূরীভূত হোক সব দুঃখ জরা এবং সুখ শান্তি সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক মানুষের জীবন ঈদ মোবারক।