মো:মোকলেছুর রহমান তুহিন প্রিয় বড় ভাই সিনিয়ার ভাইস চেয়ারম্যান #তারুণ্যের_ছোঁয়ায়_পরিববর্তন_সোসাইটি (YTCS) একসাথে চলেছি অনেক পথ, যেতে হবে সাফল্যের চুড়ায়। সেই পথচলা আরো দৃঢ় করতে প্রয়োজন একজন জীবন সঙ্গী যে পাশে থেকে সকল কাজের সহযোগী হয়ে এগিয়ে নিয়ে যাবে জীবন কে সাফল্যের পথে।
তেমনি এক মহৎ আয়োজন আজ প্রিয় ভাইর #শুভ_বিবাহ উক্ত বিবাহ অনুষ্টানে উপস্থিত ছিলেন YTCS এর সম্মানিত চেয়ারম্যান জনাব শফিকুল আলম আরো উপস্থিত ছিলেন YTCS এর কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মো:রুবেল হোসেন।
তারা বিবাহ দম্পতি কে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা স্মারক প্রদান করেন YTCS সংগঠনের পক্ষ থেকে। অনাবিল সুখ ও শান্তিতে ভরে উঠুক আপনাদের জীবন। দোয়া ও শুভ কামনা রইলো আমাদের পক্ষ থেকে। #ভালোবাসা_অবিরাম
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।