সুখের স্মৃতি রেখ মনে, দুঃখের স্মৃতি যেও ভুলে, মিশে থেকো আপন জনে , মান অভিমান সব ভুলে, আশার প্রদীপ রেখো জ্বেলে , হাজার সূর্য তোমার চোখে, সবাই মিলে থেকো সুখে।
ভাল অথবা খারাপ সময়, সুখের অথবা দুঃখের সময়, ঘুমের অথবা জাগার সময়, অর্ধেক অথবা পুরো সময়, ভাল থাক সব সময়। এই কামনায় জানাই হ্যাপি নিউ ইয়ার
কেশবপুর উপজেলা সহ দেশ/বিদেশ সকলকেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক কলম কথা পত্রিকার কেশবপুর উপজেলা প্রতিনিধি, শেখ মোস্তফা কামাল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।