ইকরামুল হোসেন, মনিরামপুর (যশোর) থেকেঃ আসছে শারদীয় দুর্গা উৎসব হিন্দু সনাতন ধমাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মনিরামপুর বাসিকে শারদীয় দূর্গা পূজার প্রীতি শুভেচ্ছা জানিয়েছেন মনিরামপুর উপজেলা আওয়ামীলীগ নেতা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন আলম।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার দিয়েছেন। আমি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি এবং এবারের শারদীয় দুর্গা পূ্ঁজা করোনা পরিস্থিতির মধ্যে হচ্ছে সে জন্য সকলকে সর্তকভাবে দুর্গাপূজা উদযাপন করতে হবে।
তিনি আরও বলেন, আপনারা আমার জন্য দোয়া ও আর্শীরবাদ করবেন আমি যেনো আগামী ১২নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকা মনোনায়ন পেয়ে আপনাদের ভালোবাসা ও মূল্যবান ভোটে জয় লাভ করে সার্বক্ষণিক ইউনিয়নবাসির পাশে থাকতে পারি। এ সময় আরও শুভেচ্ছা জানিয়েছেন মনিরামপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।