শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি :ফরিদপুর বোয়ালমারী উপজেলায় কালিনগরে আজ (১৬ মার্চ) বুধবার সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে সূক্ষ্ম সনাতন ধর্মের আলোকে ১৭ তম মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
যে জাতির দল নাই, সে জাতির বল নাই, খাও বা না খাও ছেলে মেয়েকে স্কুলে পাঠাও, পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের এই অমরত্ব বাণী ছড়িয়ে পড়ুক বিশ্ববাসীর মঙ্গল কামনায়। প্রতিবছরের মতো এবছরও মঙ্গলবার ও বুধবার সাজিয়েছিলেন হরিচাঁদ ঠাকুরের অনুসারী ভক্তবৃন্দ মতুয়া মহাসম্মেলন।জয়ডাঙ্গা ও কাশির “জয় হরিবল” ধ্বনিতে মহা মিলন মেলায় পরিণত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক বাবু অতুল সরকার, এ সময় অনুষ্ঠানটি উদ্বোধন করেন শ্রীধাম ওড়াকান্দি কার্যকারী সভাপতি, বাংলাদেশ মতুয়া মহাসংঘ, চেয়ারম্যান কাশিয়ানী ,মহা মতুয়াচার্য্য বাবু সুব্রত ঠাকুর, মঙ্গল ঘট স্থাপন করেন দিলীপ রায়, এ সময় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম .এম.মোশাররফ হোসেন( মুশা মিয়া) উপজেলা নির্বাহি অফিসার রেজাউল করিম, শাহজাহান মৃধা (পিকুল), সৈয়দ রাসেল রেজা, বলদেব বিশ্বাস, বাবু শ্যামল সাহা, বাবু সন্তোষ বিশ্বাস, মৃণাল কান্তি দাস, সঞ্জিত বিশ্বাস, বিষ্ণুপদ সাহা, শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম বাউশখালী সভাপতি শ্রী অনুকূলচন্দ্র বিশ্বাস ও সেবায়েত মাহারাজ সেবক শরণার্থী ,মান্দির টিভির বোয়ালমারী উপজেলা প্রতিনিধি সমীর বাইন ও মাধব বৈরাগী, সালথা উপজেলার সুজিত কুমার দত্ত সহ আরো অন্যান্য মিডিয়া ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।