বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে অবস্থিত মেকুরটারী শাহী মসজিদ। জেলার রাজারহাট উপজেলার রাজারহাট ইউনিয়নেই তার অবস্থান। মসজিদে কোনো শিলালিপি উদ্ধার করা যায়নি, তাই সুনির্দিষ্ট করে তার বয়সকাল নির্ধারণ করা সম্ভব হয়নি।
তবে স্থাপত্যশৈলীতে মোগল স্থাপত্যরীতির সঙ্গে মিল থাকায় ধারণা করা হয় মসজিদ কমপক্ষে দুই শ বছরের পুরনো। মোগলরীতি অনুসারে মসজিদের সামনে একটি দিঘিও আছে। রাজারহাট ইউনিয়ন পরিষদ থেকে এক কিলোমিটার পূর্ব দিকে মেকুরটারী মৌজার ব্যাপারীপাড়া গ্রামে শাহী মসজিদ অবস্থিত হওয়ায় মসজিদটিকে স্থানীয়ভাবে ব্যাপারীপাড়া শাহী মসজিদও বলা হয়।
কথিত আছে, প্রায় তিন শ বছর আগে গ্রামের জমিদার ছমির উদ্দীন ব্যাপারী পায়ে হেঁটে হজ পালন করে আসেন এবং মসজিদ নির্মাণ করেন। মসজিদটির দৈর্ঘ্য ৩২ ফুট প্রস্থ ১০ ফুট। চারপাশে তিন ফুট উঁচু প্রাচীর দ্বারা সুরক্ষিত। মসজিদের সামনে রয়েছে তিনটি দরজা, একটি সুদৃশ্য প্রবেশ তোরণ, দুটি মিনার এবং চার কোনায় চারটি উঁচু মিনার আছে। এই মিনারগুলোর পাশে আরো আটটি ছোট মিনার আছে । ছাদের মাঝে তিনটি বড় আকৃতির গম্বুজ আছে।
তবে সঠিক সংরক্ষণে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা ও আরো নতুন স্থাপনা তৈরি হওয়ায় জৌলুস হারিয়েছে মেকুরটারী শাহী মসজিদ, অস্তিত্ব সংকটাপন্ন হয়ে উঠছে তার। স্থানীয় সূত্রের দাবি, এরই মধ্যে মসজিদের গম্বুজ তিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষাকালে দেয়াল চুষে পানি জমে মসজিদের ভেতর।
ফলে বাধ্য হয়ে স্থানীয় মুসল্লিরা মসজিদটির পুরনো ভবন ঠিক রেখে বারান্দার পাশ দিয়ে নতুন ভবন নির্মাণ করেছেন। এলাকাবাসী মনে করে, বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে তিন শতাব্দীকালের প্রাচীন মসজিদটির ঐতিহ্য সংরক্ষণ করা সম্ভব হবে।
সূত্র : রাজারহাট ইউনিয়নের সরকারি ওয়েবসাইট ও উইকিপিডিয়া
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।