২ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৩তম দিন। বছর শেষ হতে আরো ৩৩২ (অধিবর্ষে ৩৩৩) দিন বাকি রয়েছে।

ঘটনাবলী
১৮১৪ – কলকাতায় ভারতীয় সংগ্রহালয় (ইন্ডিয়ান মিউজিয়াম) প্রতিষ্ঠিত হয়।
১৮১৭ – শিক্ষা ও খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে চার্চ মিশনারি সোসাইটির প্রথম শাখাটি কলকাতায় স্থাপিত হয়।
১৮৫৩ – শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে সরকারি উকিল নিযুক্ত হন।
১৮৬২ – শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত হন।
১৮৮৮ – খান বাহাদুর হাশেম আলি খান, বাঙালি রাজনীতিবিদ।
১৯০১ – রাণী ভিক্টোরিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া।
১৯১৩ – নিউ ইয়র্ক সিটির গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল চালু হয়।
১৯২০ – নিউইর্য়ক শহরে গ্রান্ড সেন্ট্রাল টারমিনাল উদ্বোধন হয়।
১৯২২ – জেমস জয়েসের উপন্যাস ইউলিসিস প্রকাশিত হয়।
১৯৩৫ – যুক্তরাষ্ট্রের আদালতে প্রথম স্বাক্ষী ও প্রমাণ হিসেবে ফটোগ্রাফকে অনুমোদন করা হয়।
১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: স্টালিনগ্রাদের যুদ্ধের সমাপ্তি ঘটে। সোভিয়েতের কাছে জার্মান সেনারা আত্মসমর্পণ করে।
১৯৫৭ – ইসকান্দার মির্জা গুড্ডু ব্যারেজের ভিত্তি স্থাপন করেন।
১৯৫৯ – শিশিরকুমার ভাদুড়ী কর্তৃক ভারত সরকার প্রদত্ত “পদ্মভূষণ” সম্মান প্রত্যাখ্যান।
১৯৮৯ – সত্যজিৎ রায়কে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান “লিজিয়ন ডি অনার” প্রদান।
২০০৪ – দুইশত ৩৭ সপ্তাহ ধরে টেনিসে এক নম্বর র‌্যাংকিং ধরে রাখার রেকর্ড অর্জন করেন সুইস টেনিস তারকা রজার ফেদারার।
২০১২ – পাপুয়া নিউগিনির সমুদ্রতীরে ফেরি এমভি রাবাউল কুইন ডুবে দেড়শতাধিক প্রাণহানির ঘটনা ঘটে।

জন্ম
১২০৮ – আরাগনের প্রথম জেমস, বার্সেলোনার কাউন্ট, আরাগণের রাজা, ভ্যালেন্সিয়ার রাজা ও ম্যাজোর্কার রাজা, মন্টপিলার-এর লর্ড। (মৃ. ১২৭৬)
১৬৫০ – পোপ ত্রয়োদশ বেনেডিক্ট (মৃ. ১৭৩০)
১৮৮২ – জেমস জয়েস, আইরিশ ঔপন্যাসিক, ছোট গল্প লেখক ও কবি। (মৃ. ১৯৪১)
১৮৮৬ – উইলিয়াম রোজ বেনেট, মার্কিন কবি ও লেখক। (মৃ. ১৯৫০)
১৮৮৯ – রাজকুমারী বিবিজী অমৃত কাউর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিক।(মৃ.১৯৬৪)
১৯১৫ – আবা ইবান, দক্ষিণ আফ্রিকান-ইসরায়েলি রাজনীতিবিদ ও কূটনৈতিক, জাতিসংঘে ইসরায়েলের প্রথম রাষ্ট্রদূত। (মৃ. ২০০২)
১৯১৫ – খুশবন্ত সিং, ভারতীয় সাংবাদিক ও লেখক। (মৃ. ২০১৪)
১৯১৮ – কিরণশঙ্কর সেনগুপ্ত, বিশিষ্ট বাঙালি কবি।(মৃ.১৯৯৮)
১৯৩১ – পূর্ণেন্দু পত্রী বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, সাহিত্য গবেষক, কলকাতা গবেষক, চিত্র-পরিচালক ও প্রচ্ছদশিল্পী।(মৃ.১৯৯৭)
১৯৩৩ – থান শি, বার্মিজ জেনারেল ও রাজনীতিবিদ, মায়ানমারের ৮ম প্রধানমন্ত্রী।
১৯৩৬ – সুমিতা দেবী, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৩৯ –
ডেল টমাস মর্টেনসেন, মার্কিন অর্থনীতিবিদ ও অধিবিদ্যাবিৎ, অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী (মৃ. ২০১৪)
হাসান আজিজুল হক, বাংলাদেশী গল্পকার ও কথাসাহিত্যিক।(মৃ.২০২১)
১৯৪৪ – বাংলাদেশি সঙ্গীতশিল্পী মো. আলী সিদ্দীকী জন্মগ্রহণ করেন।
১৯৫২ – পার্ক গিউন-হাই, দক্ষিণ কোরীয় রাজনীতিবিদ, দক্ষিণ কোরিয়ার ১১ম প্রধানমন্ত্রী।
১৯৫২ – রালফ মার্কেল, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ও অধিবিদ্যাবিৎ।
১৯৫৩ – হামিদুর রহমান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত। (মৃ. ১৯৭১)
১৯৫৪ – ক্রিস্টি ব্রিংকলি, মার্কিন অভিনেত্রী, মডেল ও ব্যবসায়ী।
১৯৫৬ – আদনান ওকতার, তুর্কি তাত্ত্বিক ও লেখক।
১৯৫৬ – আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশি ইসলামি চিন্তাবিদ, গবেষক, লেখক ও তাত্ত্বিক আলোচক।
১৯৬৮ – আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশী ক্রিকেট খেলোয়াড়।
১৯৭৭ – শাকিরা, কলম্বিয়ান গায়িকা-গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।
১৯৮৬ – জেমা আর্টাট্রন, ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।
১৯৮৭ – হেরার্দ পিকে, স্পেনীয় ফুটবলার।
১৯৮৭ – ইমরুল কায়েস, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার।

মৃত্যু
১৪৪৮ – ইবনে হাজার আল-আসকালানি, মিশরীয় আইনবিদ ও পণ্ডিত। (জন্ম ১৩৭২)
১৭১৪ – জন শার্প, ইংরেজ আর্চবিশপ। (জন্ম ১৬৪৩)
১৭৬৯ – পোপ ত্রয়োদশ ক্লেমেন্ট। (জন্ম ১৬৯৩)
১৮০৪ – জর্জ ওয়ালটন, আমেরিকান আইনজীবী ও রাজনীতিবিদ, জর্জিয়ার গভর্নর। (জন্ম ১৭৪৯)
১৯০৭ – দিমিত্রি মেন্ডেলেভ, রুশ রসায়নবিদ ও একাডেমিক। (জন্ম ১৮৩৪)
১৯৩৬ – বিপিনবিহারী গুপ্ত, বাঙালি সাহিত্যিক ও সমালোচক। (জন্ম ১৮৭৫)
১৯৬৪ – সৈয়দ আবদুস সামাদ, বাঙালি ফুটবলার।
১৯৭০ – বারট্রান্ড রাসেল, ইংরেজ গণিতজ্ঞ, শিক্ষাবিদ, দার্শনিক, লেখক এবং নোবেল বিজয়ী সাহিত্যিক।(জ.১৮৭২)
১৯৮৮ – বাঙালি চিত্রশিল্পী বাংলাদেশের পটুয়া কামরুল হাসান। (জ.০২/১২/১৯২১)
২০০৬ – মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।

ছুটি ও অন্যান্য
বিশ্ব জলাভূমি দিবস।
জাতীয় জনসংখ্যা দিবস (বাংলাদেশ)।
জাতীয় নিরাপদ খাদ্য দিবস (বাংলাদেশ)।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া