রাশিচক্রে ১২টি রাশি আছে। রাশিচক্রকে ভাগ্যরেখাও বলা হয়। আজ বুধবার, ৯ মার্চ ২০২২। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
মেষ: স্ত্রীর সঙ্গে আজ একটু বুঝেশুনে চলুন। নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন, না হলে বিপদে পড়বেন। মানুষের কাছ থেকে উপদেশ নিয়ে নিজের কাজে লাগান। অর্থের গুরুত্ব বুঝে সঞ্চয়ে মন দিন। প্রতিবেশীর সঙ্গে জায়গা-জমি সংক্রান্ত ঝামেলা হতে পারে।
মিথুন: বাড়তি খরচ চিন্তা বাড়াবে। সম্পত্তি ক্রয় বা বিনিয়োগ এড়িয়ে যাওয়াই ভালো। আয়-ব্যায়ের মধ্যে সমতা না থাকায় চিন্তা বাড়বে। সন্তানের লেখাপড়ার খরচ বাড়বে। দিনটি ঘুরতে যেতে পারেন।
কর্কট: বাড়িতে অতিথি আসায় খরচ বাড়বে। অতীতে করা ব্যয়ের কারণে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। বন্ধুকে আর্থিক ভাবে সাহায্য করতে গিয়ে, নিজে সমস্যায় পড়বেন। অফিসে অহেতুক ঝামেলায় জড়াতে পারেন। সহকর্মীর ব্যবহারে মনোকষ্ট হতে পারে।
সিংহ: অফিসে সবার সঙ্গে মানিয়ে চলুন। সাবধানে রাস্তাঘাট পার হবেন। নিজের কাজে সফল হতে পারবে। উপার্জিত অর্থ কোন খাতে ব্যয় হচ্ছে, তা জানার চেষ্টা করুন। বন্ধুর কথায় মন খারাপ না করাই ভালো।
কন্যা: অতিরিক্ত ভাবপ্রবণতা বিপদ ডেকে আনতে পারে। ভ্রমণ পরিকল্পনার সম্ভাবনা। কর্মস্থলে কাজের চাপ বাড়তে পারে। বিলাসিতায় খরচ বৃদ্ধির সম্ভাবনা। প্রেম-রোমান্সে পারিবারিক বাধা আসতে পারে।
তুলা: বাড়তি খরচ চিন্তা বাড়াবে। সম্পত্তি ক্রয় বা বিনিয়োগ এড়িয়ে যাওয়াই ভালো। আশা পূরণ না হওয়ায় মনঃকষ্ট বৃদ্ধি। আর্থিক টানাটানি বজায় থাকবে। অভাব-অনটনে সংসারে অশান্তি বাড়বে।
বৃশ্চিক: কর্ম ও ব্যবসায় শুভ। শ্বাসকষ্ট বা গলা ব্যথায় ভোগান্তি। একাধিক ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। হারানো সম্পত্তি ফেরত পাওয়া সম্ভাবনা। ছোট ভাইয়ের সঙ্গে পারিবারিক বিষয়ে ঝগড়া হতে পারে।
ধনু: অন্যের প্ররোচনায় কাজ করবেন না, শুধু পরিস্থিতি লক্ষ্য করুন। নিজের চিন্তা-ভাবনা অন্যদের সঙ্গে ভাগ করলে কর্মক্ষেত্রে সাফল্য আসবে। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে।
মকর: আজ যতটা সম্ভব হালকা মেজাজে থাকুন, বন্ধুদের সঙ্গে যোগ দিন। খতিয়ে না দেখে আজ কোনও কিছুকেই বিশ্বাস করবেন না। সংসারে শান্তি বজায় রাখার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদে না ঝড়ানোই ভালো।
কুম্ভ: দিনের শুরুতে দুঃসংবাদ পেতে পারেন। শ্বশুর বাড়ির কোনো আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য হবে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। মানসিক চঞ্চলতায় কাজেকর্মে বাধা আসতে পারে। সঙ্গীর সঙ্গে বিবাদের আশঙ্কা।
মীন: সহজ কথা সরাসরি বলতে হবে, তা সে যতই অপ্রিয় হোক। জীবন বদলাতে চলেছে, সদর্থক পরিবর্তনের জন্য তৈরি রাখুন নিজেকে। আজ একটু সাবধানে পথ চলুন। হিসাব করে খরচ করুন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।