সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): স্নায়ুবিক চাপে ভুগতে পারেন। আপনার কর্মদক্ষতার জন্য সমাদৃত হবেন। প্রশাসনিক কাজে যুক্তদের জন্য ভালো সময়। চাকরিপ্রত্যাশী অনেকের জন্য বেশ সম্ভাবনাময় সপ্তাহ। রোমান্টিক সম্পর্ক আনন্দদায়ক হবে। সাংগঠনিক ও সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে। বিনিয়োগ ও প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। আবেগবশত কোনো সিদ্ধান্ত নেবেন না।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): এ সপ্তাহে আপনার অর্থভাগ্য শুভ। হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। জীবনসঙ্গীর প্রতি ভালোবাসার টান অনুভব করবেন। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য ভালো সময়। সংসার জীবনে নিয়মতান্ত্রিক জীবনযাপন করার চেষ্টা করুন। ভ্রমণের যোগ রয়েছে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন): যুক্তিবাদী চিন্তাভাবনা বৃদ্ধি পাবে। মানসিক অস্থিরতা বাড়তে পারে। এ সপ্তাহে আপনার আত্মবিশ্বাস উঠানামা করবে। আরামপ্রিয়তার জন্য ব্যয় বাড়তে পারে। বুদ্ধিদীপ্ততার জন্য বিপক্ষকে বশীভূত করতে পারবেন। দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকবে। পেশাগত কাজে সফলতা পাবেন। ভ্রমণ শুভ।
কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা বাড়বে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সাবধানে থাকবেন। পারিবারিক জীবনে খামখেয়ালিপনার জন্য সমস্যা তৈরি হতে পারে। বিচক্ষণতার জন্য পেশাগত কাজে সফলতা পাবেন। আর্থিক বিষয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে। যানবাহন চলাচলে সাবধান থাকুন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে। ব্যবসা ভাগ্য ভালো। এ সপ্তাহে আপনার সহনশীলতা বাড়াতে হবে। কারো আচরণে বিরূপ প্রতিক্রিয়া দেখাবেন না। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকবেন। দাম্পত্য সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। আর্থিক যোগাযোগ শুভ। বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): গৃহ সংক্রান্ত বিষয়ে জটিলতা তৈরি হতে পারে। কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আর্থিক ভিত্তি সুদৃঢ় হবে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সফলতা আসার সম্ভাবনা আছে। বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভবনা আছে। পেশাগত কাজে সফলতা পাবেন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। আত্মীয়-স্বজনরা আপনাকে ভুল বুঝতে পারে। আর্থিক ও লেনদেন সংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা সম্প্রসারণের জন্য অনুকূল সময়। দাম্পত্য ও পারিবারিক জীবনে মতানৈক্য এড়িয়ে চলুন। শারীরিক বিষয়ে বিশেষ যত্নশীল হোন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): মানসিক ও শারীরিকভাবে নিজেকে সতেজ রাখার চেষ্টা করুন। রাগ, ক্ষোভ আপনার মানসিক স্বাচ্ছন্দ্য নষ্ট করতে পারে। আর্থিক ভাগ্য শুভ। জায়গা ক্রয়-বিক্রয়ে সাবধানতা অবলম্বন করুন। গৃহ পরিবেশ আপনার প্রতিকূলে থাকতে পারে।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): এ সপ্তাহে উদ্যম ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। কর্মে সফলতা পাবেন। আর্থিক অবস্থার পরিবর্তন হবে। নিকট আত্মীয়-স্বজনরা আপনাকে বিচলিত করতে পারে। ভ্রমণ শুভ। রোমান্টিক সম্পর্কে সমঝোতা দরকার। নিজের ব্যক্তিগত বিষয় অন্যের সঙ্গে আলোচনা করা থেকে বিরত থাকুন।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্ম উদ্যম বাড়বে। নিকট মানুষের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে। আর্থিক বিষয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে। পেশাগতভাবে ভালো যাবে। পারিবারিক ও দাম্পত্য সম্পর্কে সমঝোতা দরকার। ভ্রমণে সফলতা পাবেন। উচ্চশিক্ষা ও গবেষণায় সফলতা পাবেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কাজের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করুন। অন্যের মতামতকে গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। কাজের পরিবেশ আপনার অনুকূলে নাও থাকতে পারে। কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): সিদ্ধান্তহীনতা বাড়তে পারে। আর্থিক বিষয় নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে। পারিবারিক জীবনে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন। কর্মসূত্রে ভ্রমণ হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার সম্ভবনা আছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।