পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে।

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-

মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। মেষ: কোনো খবর উৎসাহিত করবে।

পারিবারিক ক্ষেত্রে মতবিরোধজনিত সমস্যার অবসান হবে। অবসাদে ভুগলেও দিনের শেষে উত্ফুল্ল থাকবেন। কোনো বন্ধুর সমস্যায় চিন্তা। আনন্দপূর্ণ পরিবেশে থাকুন।

বৃষ: আর্থিক যোগাযোগ বাড়বে। কাজে মন বসবে না। ব্যবসায় পুরনো জট খুলবে। আটকে যাওয়া কোনো কাজের অগ্রগতি। সুযোগ হাতছাড়া করবেন না। পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন। ভালো থাকুন।

মিথুন: কোনো কাজে অন্যের প্রশংসা পেতে পারেন।

মানসিক শক্তি বাড়বে। আর্থিক অবস্থার উন্নতি হবে। ইতিবাচক সংবাদে উত্ফুল্ল হবেন। আর্থিক লেনদেনে মনযোগী হোন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন। কর্কট: পুরনো সমস্যার কিছুটা সমাধান হবে। আত্মবিশ্বাস ফিরে পাবেন। বন্ধুর অনুপ্রেরণায় মানসিক বল পাবেন। অর্থ উপার্জনের নতুন কোনো পথ পেতে পারেন। শেষ শক্তি পর্যন্ত কাজে লেগে থাকুন।

সিংহ: অযাচিতভাবে কোনো সুযোগ আসতে পারে। বন্ধুর সহযোগিতায় কাজের অগ্রগতি। পূর্বের তুলনায় আয় বৃদ্ধি পাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। আবেগের বশে কোনো ভুল করবেন না। কন্যা: অযাচিতভাবে কোনো সুযোগ আসতে পারে।

বন্ধুর সহযোগিতায় কাজের অগ্রগতি। পূর্বের তুলনায় আয় বৃদ্ধি পাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। আবেগের বশে কোনো ভুল করবেন না। তুলা: সামগ্রিক বিচারে আজ আপনাকে ভাগ্যবান বলা যায়। নতুন যোগাযোগের পক্ষে অনুকূল দিন।

ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। কর্মস্থলে প্রত্যাশা পূরণের সম্ভাবনা। প্রচেষ্টা অব্যাহত রাখুন। বৃশ্চিক: মানসিক চাপ সত্ত্বেও দিন আনন্দে কাটবে। বাড়তি আয়ের সুযোগ আসবে। প্রেম-প্রীতির ক্ষেত্র নৈরাজ্যজনক। বৈদেশিক যোগাযোগ শুভ। কর্মক্ষেত্রে পদস্থদের আনুকূল্য পাওয়া যাবে।

ধনু: কর্মক্ষেত্রে মিশ্র ফল পাবেন। পরিশ্রম বাড়লেও মানসিক শান্তি থাকবে। আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা। পরিকল্পনা বাস্তবায়নে আলস্যের প্রশ্রয় দেবেন না। কথা বলার আগে চিন্তা করতে হবে। মকর: জনহিতকর কাজে সুনাম পাবেন। কোনো প্রচেষ্টায় অযথা বিলম্ব।

যৌথ কাজে অগ্রগতি। অংশীদারের সঙ্গে আরো বেশি সমঝোতার মনোভাব প্রদর্শন করতে হবে। পারিবারিক শান্তি বজায় রাখুন। কুম্ভ: কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে। কিছু অর্থ হাতে এলেও আর্থিক টান থেকে যাবে। কোনো প্রচেষ্টায় আশাহত হতে পারেন।

পরিবেশ কিছুটা নিয়ন্ত্রণের বাইরে যাবে। লক্ষ্যে স্থির থাকলে সুফল পাবেন। মীন: আজ ভালো কোনো সুযোগ আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে উপার্জন বৃদ্ধি। আর্থিক সুবিধা পাবেন। পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় ইচ্ছাশক্তির পরিচয় দিতে হবে। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন