পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়।

মেষ:

কোনো যোগাযোগে আশাবাদী হবেন। ভ্রাতৃস্থানীয় ব্যক্তির সাহায্য পাবেন। প্রেম-প্রণয়ে সমস্যার অবসান হবে। অসমাপ্ত কাজ করে ফেলা উচিত। অন্যের পরামর্শে চলবেন না। পাওনা আদায়ে কুশলী হোন।

বৃষ:

নতুন কাজের যোগাযোগ আসবে। কোনো আর্থিক সুবিধা পেতে পারেন। সামান্য বুদ্ধি প্রয়োগ করলেই শুভ ফলের আশা। বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিলে সুফল পাবেন। শান্তি ও সম্প্রতি বজায় রাখুন।

মিথুন:

কোনো যোগাযোগ সার্থক রূপ নিতে পারে। আপনার কাজে অন্যের প্রশংসা পাবেন। পুরনো কোনো সমস্যা সমাধানে অগ্রগতি হবে। কর্মক্ষেত্রে সাময়িক উদ্বেগ দেখা দিলেও তেমন অসুবিধা হবে না।

কর্কট:

আকস্মিক কোনো সুযোগ আসতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় হবে। স্বজন বিষযে উদ্বেগ থাকবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। অন্যের সন্তুষ্টির জন্য সাধ্যের বাইরে কিছু করবেন না। অস্থির চিন্তা-ভাবনায় কাজ নষ্ট করবেন না।

সিংহ:

আয়ের নতুন কোনো সুযোগ আসতে পারে। ভালো কোনো বন্ধু পাবেন যে বিভিন্নভাবে আপনাকে সাহায্য করবে। ব্যবসায় জটিলতা দূর হবে। প্রেম-প্রণয়ে সুসময়। ইতিবাচক মনোভাবে সুফল পাবেন।

কন্যা:

কাজে উন্নতির যোগ প্রবল। কাজকর্মে প্রসার লাভ হবে। বৈষয়িকভাবে লাভবান হওয়ার সুযোগ আসবে। পরিকল্পনা বাস্তবায়নে অন্যকে প্রভাবিত করতে পারবেন। অসুস্থরা সতর্ক থাকবেন। জনসমাবেশ এড়িয়ে চলুন।

তুলা:

বিদেশসংক্রান্ত কোনো কাজে অগ্রগতি হতে পারে। আর্থিক উন্নতির ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে। সন্তানের কোনো শুভ সংবাদ পেতে পারেন। গুরুত্বপূর্ণ জিনিস সাবধানে রাখুন।

বৃশ্চিক:

কল্যাণমূলক কাজের ভাবনায় উৎসাহী হবেন। প্রিয়জনের অসুস্থতায় উদ্বেগ থাকবে। পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে না। কাজ মাঝপথে আটকে যেতে পারে। ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করুন। সুস্থ থাকুন।

ধনু:

সামাজিক যোগাযোগ বাড়বে। যৌথ কাজে অগ্রগতি। প্রিয়জন ও বন্ধুসঙ্গ আনন্দ বৃদ্ধি করবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অসমাপ্ত কাজ শেষ করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।

মকর:

কোনো কিছু নিয়ে অনিশ্চয়তায় ভুগতে পারেন। কিছুটা মানসিক চাপ অনুভব করবেন। কোনো ভুল সিদ্ধান্তের কারণে অনুতপ্ত হতে পারেন। মতবিরোধ আছে, এমন মানুষ এড়িয়ে চলুন।

কুম্ভ:

ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সহযোগিতা পাবেন। আটকে থাকা কাজ সচল হতে পারে। উপার্জনের রাস্তা খুলবে। সময়োপযোগী পদক্ষেপ আপনাকে সাফল্যের পথ দেখাবে। সিদ্ধান্তে অটল থাকুন।

মীন:

কোনো স্থাবর সম্পত্তির আলোচনায় অগ্রগতি। কোনো প্রচেষ্টা শেষ মুহূর্তে আশা ভঙ্গ করতে পারে। ব্যবসায় কোনো পরিবর্তনের কথা ভাবতে পারেন। পারিবারিক শান্তি বজায় রাখুন।