ব্যস্ততার কারণে আজ সময় দিতে পারবেন না, কাউকে ভালোবাসলে জানান
মেষ : এ সপ্তাহে জাতকের জমিসংক্রান্ত সরকারি দপ্তরের নোটিস পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠিত আইনজ্ঞ দ্বারা বিষয়টির সুরাহা করুন। নতুবা জমি বেহাত হতে পারে।
বৃষ : জাতকের মানসিক রোগ জিনের আছর মনে করে ভুল করবেন না। জাতককে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শানুসারে ওষুধ সেবনে উৎসাহিত করুন।
মিথুন : জাতক পুরুষ-নারী নির্বিশেষে শনি গ্রহের ফেরে অলৌকিক নূপুর বা দীর্ঘশ্বাস শোনার সম্ভাবনা রয়েছে। অযথা বিভ্রান্ত না হয়ে বাড়ির প্রবীণদের পরামর্শানুসারে আরূঢ় পদসাধনা করুন।
কর্কট : জন্মকু-লীর গণনার ফলে দেখা যায় যে জাতক সম্পত্তির কারণে নিজ সন্তান দ্বারা নিগৃহীত হবেন। আত্মরক্ষার জন্য বডিগার্ড নিয়োগ দিতে পারেন। আপনার কন্যা আপনার সাহায্যে এগিয়ে আসবে।
সিংহ : অক্ষাংশে রাহু গ্রহের অবস্থানের ফলে সিংহ রাশির জাতক এ সপ্তাহে শারীরিক অসুস্থতার শিকার হবেন। কিডনি রোগাক্রান্ত হলে দেশের স্বাস্থ্যবিধি মেনে কিডনি ট্রান্সপ্ল্যান্টের সিদ্ধান্ত নিতে পারেন।
কন্যা : রবির অষ্টমীতে অবস্থান করায় প্রতারক দ্বারা প্রতারিত হতে পারেন। বিত্তশালী ব্যক্তির পরামর্শে ব্যবসায় টাকা লগ্নি করবেন না। ছলচাতুরীর সাহায্যে অর্থোপার্জন শোভন নয়।
তুলা : জাতকের এ সপ্তাহে দূরপাল্লার যাত্রায় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। পারতপক্ষে ভ্রমণ পরিহার করুন। তবে অর্থোপার্জনে রবির সাহায্য পাবেন।
বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে এ সপ্তাহে জাতক আপনার ভুলে গবাদিপশু নিধনের অপবাদে জড়িয়ে পড়বেন। শহরের বাসিন্দারা গৃহপালিত সারমেয় দ্বারা আক্রান্ত হতে পারেন। জন্তুজানোয়ার থেকে সাবধানে থাকবেন।
ধনু : জাতক বিদেশ ভ্রমণে বিভিনড়ব বিব্রতকর অবস্থার সম্মুখীন হবেন। হোটেলে অবস্থানের সময় আপনার অজান্তে হোটেলের ব্যবহৃত সামগ্রী সুটকেসে রয়ে যেতে পারে। সতর্কতার সঙ্গে ব্যাগ গোছাবেন।
মকর : জাতক ও জাতিকার শনি গ্রহের প্রভাবে প্রতিবেশীর সঙ্গে বাড়ির সীমানায় বৃক্ষরোপণ নিয়ে মনোমালিন্যের যোগ রয়েছে। বাড়ির প্রবীণদের পরামর্শানুসারে বিরোধ মিটিয়ে ফেলুন।
কুম্ভ : জাতক ও জাতিকার রাহু গ্রহের প্রভাবের ফলে আধিভৌতিক বিগ্রহের সম্মুখীন হবেন। রজ্জুকে সর্প মনে করে আতঙ্কে হিতাহিত জ্ঞান লোপ পাবে। রাতের আঁধার এড়িয়ে চলাই ভালো।
মীন : জাতকের এ সপ্তাহটা কল্লোলিনী তরঙ্গের মতো পরোপকারে অতিবাহিত হবে। অপরিচিত নারী দ্বারা প্রলোভনের শিকার হতে পারেন। পথিনারী বিবর্জিতা, ভ্রমণে নারীসঙ্গ পরিহার করুন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।