আজকের রাশিফল দেখে জেনে নিন আপনার দিন কেমন যাবে। যদি রাশিফলে কোন বাধার কথা বলা থাকে, তা এড়িয়ে চলুন। পূণ্য অর্জনের কাজে মন বসান, পরিবারের সকলের সঙ্গে মিষ্টি সময় কাটান, সর্বোপরি বুঝে ব্যয় করুন- দেখবেন জীবন হবে সুমধুর।

মেষঃ কর্মক্ষেত্রে ভালো দিন কাটবে। আজকের দিনে বিশেষ কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আপনাকে। বাস্তবের মোকাবিলা করতে গিয়ে, কাছের মানুষকে ভুলে যাবেন। জমিতে করা বিনিয়োগ আজকের দিনে লাভজনক হবে।

বৃষভঃ হঠাৎ অফিসের কাজ চলে আসায়, নিজেকে সময় দিতে পারবেন না। যে কোন কাজে পরিবারের সকলের সমর্থন পাবেন। আটকে থাকা প্রকল্প, বাস্তব রূপ পেতে পারে। অচেনা ব্যক্তির পরামর্শে নিবিয়োগ করে, অনেক লাভবান হবেন।

মিথুনঃ বাড়ির কাজে বাচ্চারা সাহায্য করবে। সময়ের খেয়াল রাখা খুবই প্রয়োজন, নাহলে সমস্যায় পড়তে পারেন। আজকের দিনে অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে পারবেন। কোন কাজের জন্য সহজেই মূলধন জোগার করতে পারবেন।

কর্কটঃ বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার সময় বুঝে শুনে অর্থ ব্যয় করুন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা খারাপ সময় কাটতে পারে। বন্ধুদের সঙ্গে ভ্রমণের বা খেলার পরিকল্পনা করতে পারেন।

সিংহঃ অন্যের সঙ্গে পরামর্শ না করে অর্থ বিনিয়োগ করা ঠিক নয়। চারপাশের মানুষ আপনার মনোবল বাড়িয়ে তুলবে। যাদের সঙ্গে অল্প দেখা হয়, আজ তাঁদের সঙ্গে দেখা করুন। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে।

কন্যাঃ এই রাশির পড়ুয়াদের মূল্যবান সময় নষ্ট করা উচিৎ নয়। অনের উপকার করে মানসিক শান্তি পাবেন। টিভি বা মোবাইল দেখে অনেকটা সময় নষ্ট করতে পারেন। বিবাহিত ব্যক্তিদের বাচ্চাদের পড়াশুনার জন্য অনেক অর্থ ব্যয় হতে পারে।

তুলাঃ সন্ধ্যের দিকে সুখবর পেতে পারেন। পথের বাঁধা সরিয়ে সদর্পে এগিয়ে চলুন। পরিবারের সদস্যদের সঙ্গে নিজের সমস্যা ভাগ করে নেওয়ার সময় মাথা ব্যাথা করতে পারে।

বৃশ্চিকঃ গর্ভবতী মায়েরা নিজেদের দিকে বিশেষ খেয়াল দিন। ধুমপান শরীরের পক্ষে ভালো নয়, তা ত্যাগ করুন। পরিবারের সদস্যরা আপনার সঙ্গে সময় কাটাতে চেয়েও পারবেন না। আর্থিক উপার্জনের পথ পাবেন।

ধনুঃ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দিন। পুরোন বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। কর্মক্ষেত্রে ভালো দিন হবে। অতীতের অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে, সঞ্চয়ে সমস্যা হবে।

মকরঃ সন্ধ্যের সময় বাড়িতে অতিথি আসতে পারে। বাচ্চাদের সাহায্যে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিন শুভ। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। আজকের দিনটা শুভ, প্রয়োজনে ঋণ নিতে পারেন।

কুম্ভঃ নিজের পরিকল্পনার বিষয়ে খোলামেলা হলে, সমস্যা হতে পারে। উত্তেজনা নিয়ন্ত্রণে রেখে মানসিক সমস্যার সমাধান করুন। বাইরে কিছুক্ষণ হাঁটতে পছন্দ করবেন আজ। কোন ব্যক্তির সাহায্যে ব্যবসায় লাভবান হবেন।

মীনঃ বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটতে পারে। কোন কাজে চট করে ধৈর্য হারাবেন না। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে ভালো সময় কাটবে। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। কোন কাজ থেকে নিজের মনোযোগ হারাবেন না।