পুরাতন জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ,যার মাধ্যমে বিভিন্ন সময়কালের নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়।

মেষ রাশি
আজ একটু সাবধানে থাকুন, সুনাম নষ্ট হওয়ার যোগ। আজ কারও কাছ থেকে কষ্ট পেতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে।

বৃষ রাশি
দিনটি ভাল-মন্দে কাটবে। প্রেমের বাধা কেটে গিয়ে সুখের খবর পাবেন। হঠাৎ কোনও দ্রব্যপ্রাপ্তির যোগ আছে।

মিথুন রাশি
ভ্রাতৃবিবাদ বাড়তে পারে। সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন। সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি সমস্যায় পড়তে পারেন।

কর্কট রাশি
প্রেমের ব্যাপারে চিন্তার খবর আসতে পারে। ধর্ম বিষয়ক আলোচনায় সুনাম পাবেন। মাত্রাছাড়া আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে।

সিংহ রাশি
সকাল থেকে অর্শ নিয়ে কষ্ট পেতে পারেন। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। চাকরির ব্যাপারে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে।

কন্যা রাশি
সকালের দিকে মনে অবসাদ আসতে পারে। আজ কর্মক্ষেত্রে আপনি খুব ভাল ফল পাবেন না। নতুন কিছু করার চেষ্টা করতে পারেন।

তুলা রাশি
আর্থিক ক্ষতি দেখতে পেলেও কিছু করতে পারবেন না। অগ্রপশ্চাৎ ভেবে শেয়ার বাজারে এগোন। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা।

বৃশ্চিক রাশি
পড়াশোনার ভাল সুযোগ পাবেন। ব্যবসায় চাপ বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি। নিম্নতন স্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ।

ধনু রাশি
আজ আপনার ব্যবহার একটু খারাপ হতে পারে। ব্যবসায় চাপ বৃদ্ধির জন্য দুশ্চিন্তা। জীবনের কোনও মূল্যবান সিদ্ধান্ত আজ নিতে হতে পারে।

মকর রাশি
বন্ধুদের ব্যাপারে একটু সাবধান থাকা দরকার। সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানির যোগ রয়েছে। কোনও সহৃদয় ব্যক্তি আপনার উপকার করতে পারেন।

কুম্ভ রাশি
সকাল থেকে শরীরে একটু কষ্ট থাকবে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা একটু বন্ধ রাখুন। পরিশ্রম করেও তার ফলস্বরূপ লাভ ভাল হবে না।

মীন রাশি
চিকিৎসার ব্যাপারে একটু সাবধান থাকুন, ভুল হতে পারে। চাকরির পদোন্নতিতে বিদেশযাত্রার যোগ দেখা যাচ্ছে। বন্ধুর কাছ থেকে কিছু উপহার পাতে পারেন।