প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ও ডিভাইজসহ ঠাকুরগাঁওয়ে ৯ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাগন জানান, সদরের বেশকয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র থেকে প্রশ্নপত্র ও ডিভাইজসহ নয়জনকে আটকে করে স্কুল কর্তৃপক্ষ।
পরে স্ব স্ব প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের পুলিশের হাতে সোপর্দ করেন।
কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ঠাকুরগাঁওয়ের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোতালেব হোসেন বিষয়টি স্বীকার করে আটক শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা তুলে ধরেন।
এসময় শিক্ষা সংশ্লিস্টরা জানান, এ ধরনের কর্মকান্ডে মেধাবিরা পিছিয়ে পরছে। অন্যদিকে যারা অসাধু উপায়ে পরিক্ষায় অংশ নিচ্ছে তাদের ভবিষ্যত ধংস হচ্ছে। সে কারনে প্রশাসনসহ সকলকে সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন তারা।
এ বিষয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান জানান নিয়োগ পরিক্ষায় অংশ নেয়া সরকারি কলেজ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজসহ কয়েকটি কেন্দ্র থেকে সাতজনকে আট করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।