নীলফামারীর ডিমলা উপজেলার ৬ নং নাউতারা ইউনিয়ন এর পূর্ব নাউতারা জমিদার পাড়া গ্রামের বিধবা ছফিয়া বেগম এর কথা।তিনি মৃত আব্দুস সামাদ এর স্ত্রী।
প্রায় ২০ বছর আগে স্বামী হারিয়ে থাই নেয় ছফিয়া বেগম অসহায় ভাইয়ের বাড়িতে।অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায় ছফিয়া বেগম।কিন্ত তার থাকার ঘরটি ভেঙ্গে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে ছফিয়া বেগম।অপর দিকে তার ভাই হলো নিম্ন দরিদ্র ও শারীরিক প্রতিবন্ধী। ৩ টি ঘরে ৩ পরিবার থাকলেও নেই তাদের পানি খাওয়ার টিউবওয়েল ও।
ওপর দিকে ছফিয়া বেগমের অভিযোগ সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হয়েছেন ছফিয়া বেগম।২০ বছর আগে স্বামী হারিয়ে ও পায়নি বিধবা ভাতা’র কার্ড।কিংবা পাচ্ছেন না সরকারি সুযোগ সুবিধা।
অপর দিকে তার ভাই মোঃ রফিকুল ইসলামের অভিযোগ জমিদার পাড়া বলে এড়িয়ে যাচ্ছে সবাই।মিলছে না কপালে সরকারের ত্রাণ সুমূহ। তিনি সরকারের কাছে অনুরোধ করেন তার বিধবা বোনকে সহায়তা করার জন্য।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।