ঢাকার হাজারিবাগ জামিয়া আনারুল উলুম কাউমি মাদ্রাসার ছাত্র গত ১২/১০/২১ তারিখ ধরে নিখোঁজ। এ ঘটনায় স্থানীয় থানায় ওই মাদ্রাসার পক্ষ থেকে একটি জিডি করার প্রক্রিয়া চলছে বলে জানান ছেলের মামা ও শিক্ষক ফারুখ হোসেন ।

 

নিখোঁজ মাদ্রাসার ছাত্র হলো ঠাকুরগাঁও সদর উপজেলার ২২নং সেনুয়া ইউনিয়নের মোলানখুড়ী দক্ষিণ গ্রামের মো. সাহেরুল ইসলাম (নেন্দ) এর ছেলে মো. সোহাগ (১১ )।

সোহাগ এর বাবা সাহেরুল বলেন, সোহাগ  ওই কাউমি মাদ্রাসায় প্রায় ৩ বছর থেকে পড়াশোনা করে আসছেন। হঠাৎ জানতে পারি গত ১২/১০/২১ তারিখ বিকেলে সে মাদ্রাসার আশেপাশে খেলাধুলা করতে গেলে আর মাদ্রাসায় ফিরেনি। ছেলে হারানোর শোকে বাবা- মা প্রায় পাগল ।

 

এ বিষয়ে মাদ্রাসার শিক্ষক ফারুক এর সাথে  কথা হলে তিনি জানান, আমরা  মাদ্রাসার সকল শিক্ষক মিলে খোজখবর অব্যাহত রেখেছি।

 

কেউ সন্ধান পেয়ে থাকলে ০১৭৭৩৪২৩৫২২ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছেন সাহেরুল ইসলাম।