আবুল হাসেম, বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা পৌরসভার সরকারি গাড়ী ভাড়ায় ও ব্যক্তিগত কাজে ব্যবহার হচ্ছে বলে জানা গেছে । সম্প্রতি এরকমই অভিযোগ উঠেছে বাঘা পৌরসভার বিরুদ্ধে ।
বৃহস্পতিবার সকালে পাট বোঝাই করে একটি গাড়ী বাঘা থেকে যাওয়ার সময় একজন গণমাধ্যম কর্মীর চোখে ধরা পড়লে তিনি তা ক্যামেরায় ধারণ করলে বিষয়টিতে আরও গতি আসে।
জানা যায়, বাঘা পৌরসভা এলাকা থেকে পাট বোঝাই একটি সরকারি মিনি ট্রাক বৃহস্পতিবার সকাল ১০ টার সময় পুঠিয়া উপজেলার তারাপুর নামক স্থানে হাইওয়ে রোডের উপর রেখে ড্রাইভার লালন ইসলাম ডাব খাচ্ছিলেন। এমন সময় বাঘা পৌরসভার গাড়িতে পাট বোঝাই দেখে পুঠিয়ার এক গণমাধ্যম কর্মী পাট কোথায় যাবে প্রশ্ন করলে, বাঘা থেকে পাট নওহাটা নিয়ে যাচ্ছি ; এরপর ড্রাইভার লালন বলেন, মেয়র সাহেবের মামার পাট নিয়ে যাচ্ছি। এটি কি ভাড়ায় যাচ্ছে না মেয়র সাহেবের ব্যক্তিগত প্রশ্ন করলে কোন উত্তর না দিয়ে ড্রাইভার দ্রুত গাড়ী নিয়ে সেখান থেকে চলে যান।
এবিষয়ে বাঘা পৌরসভার ইন্জিনিয়ার শহিদুল ইসলাম জানান,গাড়ী বিষয়টি মেয়র সাহেব সরাসরী দেখেন।কোথায় কোন গাড়ী আছে বা যায় তা এক মাত্র মেয়র সাহেব ভাল জানেন,আমরা কোন খবর রাখি না।
এ ব্যাপারে বাঘা পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক বলেন , আমি রাজশাহীতে আছি, আমার জানা মতে পৌরসভার গাড়ি পৌরসভাতেই আছে। এখন ড্রাইভার লালন ইসলাম কোথায় নিয়ে গেছে তা আমার জানা নেই। ভাড়া দেয়া বিষয়ে তিনি বলেন পৌরসভার গাড়ী ভাড়া দেয়া হয় না, গাড়ীতে তার মামার পাট যাচ্ছিল এরকম কথার উত্তরে তিনি বলেন এটি সত্য নয়, যদি ঘটনা সত্য হয়, তাহলে ড্রাইভার লালনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।