জি. এম টিপু সুলতান, চিফ রিপোর্টারঃ

মনিরামপুর উপজেলার হাটগাছা গ্রামে মৃত চন্দ্র কান্ত মন্ডল এর ছেলে বীর মুক্তিযোদ্ধা অভিমান্য মন্ডল ব্যাক্তিগতভাবে তার বাড়ীতে প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন করেন বলে অভিযোগ হয়েছে। সরেজমিনে খোঁজ নিয়ে দেখাযায় মুক্তিযোদ্ধা অভিমান্য মন্ডল এর বাড়ীতে একটা লগীর মাথায় গোলার চালের সাথে পতাকা উত্তোলন করে রেখেছে পরবর্তীতে অভিমান্য মন্ডলের সহিত কথা হলে তিনি জানান মহান মার্চমাস বাঙ্গালী জাতীর শ্রেষ্ঠ মাস এ মাস না হলে বাংলাদেশ হতো না, আমি এই মাসটাকে ভালোবাসি তাই প্রতিবছর ১ লা মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮ টায় পতাকা উত্তোলন করি আবার ৪ টায় নামিয়ে রাখি। বাড়ীতে পতাকা উত্তোলন সঠিক কিনা জানতে চাইলে তিনি বলেন আমার মতে এটা সঠিক। এ বিষয় নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস্কেন্দার মির্জা বলেন বাড়ীতে প্রতিনি পতাকা উত্তোলন এটা আমি প্রথম শুনলাম, আমার জানা মতে বিশেষ বিশেষ দিনে জাতীয় পতাকা উত্তোলন করা যায় এবং একেক জায়গার মাফ একেক রকম। জাতীয় পতাকাকে সম্মান করা প্রতিটি নাগরিকের দায়িত্ব কিন্তু সেটা হতে হবে বিধিমালা অনুযায়ী। এখানে দেখা যায় বাজার থেকে একটা পতাকা কিনে যেনতেন ভাবে একটা বাঁশের লগীর মাথায় বেধে গোলার চালের সাথে ঠেস দিয়ে রেখেছে। এ বিষয়ে থানা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলাউদ্দিন জানান সরকারী নিয়মে বিশেষ বিশেষ দিনে সরকারী, বে সরকারী, সায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করার নিয়ম আছে এর বাইরে যদি কেউ জাতীয় পতাকা উত্তোলন করে সেটা তার ব্যাক্তিগত ব্যাপার। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান জানান জাতীয় পতাকা উত্তোলনের বিধিমালা দেখার পরামর্শ দেন।