সোমবার (১৪ ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পারুলিয়া তফশিলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ”শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন” প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ, পারুলিয়া তফশিলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অনিল চন্দ্র রায় ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান ভেলু।
 বক্তাগণ শিশু ও নারী উন্নয়নে করণীয় সম্পর্কে আলোচনা করেন। উঠান বৈঠকে নারী ও পুরুষসহ মোট ৭০ জন উপস্থিত ছিলেন। উঠান বৈঠকের শুরুতে উপস্থিত সবাইকে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে মাস্ক এবং শিশু ও নারী উন্নয়ন বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।